সোমবার, ০৬ মে ২০২৪

|

বৈশাখ ২২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

তাপপ্রবাহে অসুস্থদের জন্য টিম খোরশেদের টেলি মেডিসিন সেবা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৫৮, ২৪ এপ্রিল ২০২৪

তাপপ্রবাহে অসুস্থদের জন্য টিম খোরশেদের টেলি মেডিসিন সেবা

ফাইল ছবি

নারায়ণগঞ্জে চলমান তাপপ্রবাহের ফলে হিটস্ট্রোকসহ অন্যান্য রোগে আক্রান্তদের জন্য টেলি মেডিসিন সেবা চালু করেছে মানবিক সংগঠন টিম খোরশেদ।

বুধবার (২৪ এপ্রিল) এই টেলি মেডিসিন সেবা চালু করা হয়।

জেনারেল ফিজিশিয়ান ডাঃ ফারজানা ইয়াসমিন স্নিগ্ধার নেতৃত্বে একটি টেলি মেডিসিন টিম এই সেবা প্রদান করবে।

চলমান তাপপ্রবাহের পুরো সময় জুড়েই প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত দশটার মধ্যে যেকোন সময় টেলিফোনের মাধ্যমে চিকিৎসা ও পরামর্শ নিতে পারবেন রোগীরা।

এছাড়াও চলমান তাপপ্রবাহের পুরো সময়জুড়েই জনসচেতনতা বৃদ্ধিসহ নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে টিম খোরশেদ। শহরের চাষাঢ়া এলাকায় পথচারীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করছেন টিম খোরশেদের সদস্যরা পাশাপাশি গরমে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে জনসচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছেন তারা।

আরো পড়ুন