
বিকেএমইএ
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে নারায়ণগঞ্জে টানা ছয়দিন সব ধরনের গার্মেন্টস-কারখানা বন্ধ এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিল। এ সময় দুটি গার্মেন্টস কারখানায় আগুন দেয়ার অভিযোগ উঠেছে। ব্যবসায়ী সংগঠনের নেতাদের দাবি, সব মিলিয়ে নারায়ণগঞ্জে নিটওয়্যার সেক্টরে প্রায় ১ বিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়েছে। এছাড়া আর্থিক ক্ষতির পাশাপাশি নষ্ট হয়েছে দেশের ইমেজ, যা অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
নারায়ণগঞ্জে লিংক রোডের জালকুড়িতে অবস্থিত এসবি স্টাইল গার্মেন্টস। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. শাহজাহান অভিযোগ করেন, ১৯ জুলাই তার গার্মেন্টসের ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে চেয়ার টেবিল, দরজা জানালা ভাংচুর করে দুর্বৃত্তরা। তারা ল্যাপটপ ও কম্পিউটারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। আগুন ধরিয়ে দেয় গার্মেন্টসের ফিনিশডগুডসসহ বিভিন্ন কক্ষে। ফলে বন্ধ হয়ে যায় উৎপাদন। এতে প্রতিষ্ঠানটির প্রায় ১২০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি এ ব্যবসায়ীর। শুধু এসবি গার্মেন্টস নয়, সানারপাড় এলাকায় অবস্থিত আব্দুল কাদের মিয়ার গার্মেন্টসসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানেও আগুন ধরিয়ে দেয়ার ঘটনা ঘটেছে।
বিকেএমইএর সিনিয়র সহসভাপতি ফজলে এহসান শামীম বলেন, ‘টানা ছয়দিন গার্মেন্টস কারখানা বন্ধ রাখায় যে ক্ষতি হয়েছে তা হয়তো পরিস্থিতি স্বাভাবিক হলে পুষিয়ে নেয়া যাবে। কিন্তু আন্দোলনে সহিংসতার খবর বিদেশী গণমাধ্যমে যেভাবে এসেছে তাতে ইউরোপসহ গার্মেন্টস খাতের ক্রেতা দেশগুলো উদ্বিগ্ন হয়ে পড়েছে। বিদেশীদের কাছে আমাদের ইমেজ নষ্ট হয়েছে। এর প্রভাব কতদূর গিয়ে পড়ে, এখন সে আশঙ্কায় আছেন ব্যবসায়ীরা।’
নারায়ণগঞ্জে নিটওয়্যার সেক্টরে প্রতিদিন ১৬০ মিলিয়ন ডলারের পণ্য উৎপাদন ও বিপণন হয় জানিয়ে বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম জানান, সে হিসাবে ছয়দিনে প্রায় ১ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। এছাড়া ইন্টারনেট বন্ধ থাকার কারণে যেসব অর্ডার পাওয়ার কথা ছিল, সেগুলো প্রতিদ্বন্দ্বী দেশের কাছে চলে গেছে কিনা, সেটি কয়েকদিন পর বোঝা যাবে।
তিনি বলেন, ‘এখনো ইন্টারনেটে সংযোগের যে গতি তাতে মেইল থেকে কোনো ডকুমেন্ট ডাউনলোড করা যাচ্ছে না। এজন্য সরকারের কাছে আমাদের দাবি, দ্রুততম সময়ের মধ্যে ইন্টারনেটের গতি বাড়িয়ে দেয়া হোক।’
বিকেএমইএর নির্বাহী সভাপতি জানান, করোনা মহামারী, ডলারের দাম বেড়ে যাওয়া, গ্যাস-বিদ্যুৎ ও শ্রমিকের মজুরি বাড়ায় দেশের গার্মেন্টস খাতের অনেক প্রতিষ্ঠান সংকটের মধ্যে রয়েছে। ফলে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট অস্থিরতা এ খাতের ওপর নতুন করে আঘাত করেছে। এ পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণ ঘটাতে না পারলে দেশের অর্থনীতিতে তা ব্যাপক প্রভাব ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মোহাম্মদ হাতেম।