শনিবার, ০৫ জুলাই ২০২৫

|

আষাঢ় ১৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সবচেয়ে ভাল নফল এবাদত মানুষের কল্যানে কাজ করা : গিয়াসউদ্দিন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৫৭, ৪ জুলাই ২০২৫

সবচেয়ে ভাল নফল এবাদত মানুষের কল্যানে কাজ করা : গিয়াসউদ্দিন 

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, আমাদের যে আল্লাহ সৃষ্টি করেছেন তিনি আমাদের ভালবেসে সৃষ্টি করেছে। মানুষ মানুষকে উপকার করলে সবচেয়ে বেশি খুশি হয় আল্লাহ। ফরজের পর সবচেয়ে ভাল নফল এবাদত হল মানুষের কল্যানে যত বেশি কাজ করা যায়। আমি সকলকে অনুরোধ করবো এ এলাকার মানুষের কল্যানে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনারা যে ভাল কাজ করেছেন তার প্রতিদান অবশ্যই পাবেন। মানুষের হক নষ্ট হয় এমন কাজ যেন আমরা না করি।

শুক্রবার (৪ জুলাই) কাশীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বাইতুল আকসা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে একথা বলেন তিনি। 

তিনি আরো বলেন, এই মসজিদে যারা অর্থ, শ্রম দিয়েছেন কাজ করেছেন আল্লাহ তাদের উত্তম প্রতিদান দেক এটাই আমার দোয়া আপনাদের জন্য। আমরা জানি মানুষ ও জ্বীনকে আল্লাহ সৃষ্টি করেছেন তার এবাদত করার জন্য। এবাদত হল আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা ও ভাল কাজ করা। আমাদের স্বপ্ন এই এবাদতের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাত লাভ করতে চাই। 

আল্লাহ আমাদের জন্য কুরআন দিয়েছেন জীবন বিধান হিসেবে। সেখানে তিনি বলেছেন যারা ভাল কাজ করবে ঈমান আনবে তাদের তিনি জান্নাত দান করবেন। ঈমান যদি থাকে নামাজ রোজা যদি পালন করি, সৎ কাজ করি তাহলে জান্নাত পাবো। 

আমাদের ভাল মন্দ সবকিছুর মালিক আল্লাহ। তার সাথে কাউকে শরীক করা যাবে না। শিরক করা যাবে না। আমাদের আমলে যদি কোন নেকি না থাকে শুধু শিরকের পাপ নেই তাহলে আমরা জান্নাতে যাবো শুধু ঈমান থাকলেই। আর আমল করেও শিরক করলে জান্নাত পাবো না।