শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

|

আষাঢ় ১৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

১০ কোটি ২০ লাখ টাকা বকেয়া ট্যাক্স আদায়

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৪১, ৪ জুলাই ২০২৫

১০ কোটি ২০ লাখ টাকা বকেয়া ট্যাক্স আদায়

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এর ‘পৌরমেলা-২০২৫’ এর মেয়াদ আরো ১৫ দিন বাড়লো। গত ১৫ দিনে ৩ হাজারের বেশি গ্রাহক সাড়া দিয়ে হোল্ডিংট্যাক্স ও ওয়াসার বিল পরিশোধ করেছেন। মেলার প্রথমপক্ষে বকেয়া হোল্ডিংট্যাক্স আদায় হয়েছে ১০ কোটি ২০ লাখ ২৩ হাজার টাকা। যা মোট বকেয়ার এক পঞ্চমাংশ।

নাসিক এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন জানান, গত অর্থবছরে (২০২৪-২৫) নাসিক এর তিন অঞ্চলে হোল্ডিংট্যাক্স বকেয়া পড়েছিল প্রায় ৫৬ কোটি টাকার মত। গত ১৫ দিনে মেলায় আদায় হয়েছে ১০ কোটি ২০ লাখ টাকা। এখন হোল্ডিংট্যাক্স বকেয়া রইলো ৪০ কোটি টাকার মত। মেলার মেয়াদ আরো ১৫ দিন বাড়ানো হয়েছে। আশা আছে ওই সময়টাতে বকেয়া হোল্ডিংট্যাক্স ভালই আদায় হবে। গ্রাহকরা ভাল সাড়া দিয়েছেন।

নাসিক সূত্রে জানা গেছে, পৌরকর মেলায় ছাড় দেওয়ায় গ্রাহকরা বেশ সাড়া দিয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তিন অঞ্চলে ১০ কোটি ২০ লাখ ২৩ হাজার ৮৬৩ টাকা আদায় হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জ অঞ্চলে আদায় হয়েছে ২ কোটি ৭৭ লাখ ৩৮ হাজার টাকা। কদমরসুল অঞ্চলে আদায় হয়েছে ২ কোটি ৬৯ লাখ ২৬ হাজার টাকা। সিদ্ধিরগঞ্জ অঞ্চলে আদায় হয়েছে চার কোটি ৭৩ লাখ ৫৯ হাজার টাকা।

মেলার প্রথম দিনে তিন অঞ্চল মিলিয়ে আদায় হয়েছিল ১৯ লাখ ৯৯ হাজার টাকা। দ্বিতীয় দিনে ৯৫ লাখ ৬০ হাজার টাকা। তৃতীয় দিনে ৩৯ লাখ ৮৮ হাজার টাকা। চতুর্থ দিনে ৩৪ লাখ ৩১ হাজার টাকা। ২২ জুন আদায় হয়েছিল ৫৩ লাখ ৬০ হাজার টাকা। ২৩ জুন ৪৮ লাখ ৫৩ হাজার টাকা। ২৪ জুন ৫৬ লাখ ১০ হাজার টাকা। ২৫ জুন ৯৮ লাখ ৯৯ হাজার টাকা। ২৬ জুন আদায় ১ কোটি ২৫ লাখ ৪৫ হাজার টাকা। ২৯ জুন ২ কোটি ৭৩ লাখ ৪৬ হাজার টাকা। ৩০ জুন আদায় হয় এক কোটি ৭৪ লাখ ২৮ হাজার টাকা।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) কর্তৃক আয়োজিত চলতি পৌরকর মেলায় নাগরিকদের উপস্থিতি ও সাড়া ছিল চোখে পড়ার মতো। মেলায় বকেয়া হোল্ডিং ট্যাক্স এবং ওয়াসার বিল পরিশোধে দেখা গেছে, সন্তোষজনক অংশগ্রহণ। করদাতাদের এমন সাড়া পেয়ে মেলার সময়সীমা আরও ১৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন।

নাসিকের রাজস্ব কর্মকর্তা বলেন, ‘আমরা প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পেয়েছি। অনেকেই আগ্রহ নিয়ে আসছেন তাদের পুরনো বকেয়া পরিশোধে। ফলে রাজস্ব আদায়েও ইতিবাচক প্রভাব পড়েছে।’ মেলার প্রথম ১৫ দিনে প্রায় ১০ কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে হোল্ডিং ট্যাক্স বাবদ এবং ওয়াসা সংক্রান্ত বকেয়া এসেছে। এ ছাড়া নতুন হোল্ডিং রেজিস্ট্রেশনের আবেদনও জমা পড়েছে উল্লেখযোগ্য হারে।

এদিকে সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী (বর্তমানে অনুপস্থিত থাকলেও পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী) নাগরিকদের কর প্রদানে উৎসাহিত করতে এই মেলার উদ্যোগ নেন বলে জানা গেছে। রাজস্ব বিভাগ জানায়, সাড়া অব্যাহত থাকলে ভবিষ্যতে ওয়ার্ডভিত্তিক ভ্রাম্যমাণ কর মেলার আয়োজনও করা হতে পারে। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নাসিকের নগর ভবনে চলবে। নতুন সময়সীমা অনুযায়ী মেলা চলবে আগামী ১৫ জুলাই পর্যন্ত।

এবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের গেল ১৬ জুন অনুষ্ঠিত ‘পৌরকর মেলা-২০২৫’ উদ্বোধন করা হয়।

নারায়ণগঞ্জ সিটি করপারেশন এর নগরভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসিক এর প্রশাসক এ এইচ এম কামরুজ্জামান, কাউন্সিলর, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা ও সাধারণ নাগরিক। মেয়র মূল আলোচনায় বকেয়া করপ্রার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে

বলেন, ‘নগরের উন্নয়নের দরজায় করদাতাদের অংশগ্রহণ অতীব জরুরি। এ ছাড়া কর দিয়ে নাগরিকদের পাওয়ার আরো আধুনিক সেবা নিশ্চিত করা হবে।’