রোববার, ০৬ জুলাই ২০২৫

|

আষাঢ় ২০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

১৩ নং ওয়ার্ডে মহানগর বিএনপির সদস্য সংগ্রহ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:০৮, ৫ জুলাই ২০২৫

১৩ নং ওয়ার্ডে মহানগর বিএনপির সদস্য সংগ্রহ 

৩ নং ওয়ার্ডে বিএনপির সদস্য সংগ্রহ ও সদস্য পদ নবায়ন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ডে বিএনপির সদস্য সংগ্রহ ও সদস্য পদ নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৫ জুলাই) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলরের কার্যালয়ের কার্যালয়ে এই সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।

এসময় তিনি বলেন, তারেক রহমান তারুণ্যের অহংকার। তার ঘোষিত ৩১ দফা অনুযায়ী একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য বিএনপি নেতাকর্মীরা কাজ করে যাবে। নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে বিএনপিকে আরও শক্তিশালী ও গতিশীল করে তোলা হবে।

তিনি আরও বলেন, যুবকদের ও তরুণদের দলে অন্তর্ভূক্ত করার জন্য সারা দেশে এ সমাবেশ চলছে। আপনারা নিজ নিজ এলাকায় এ ফরম গুলো পূরণ করবেন। ফরমের দাম বিশ টাকা। আমরা এ টাকা দিয়ে কেন্দ্র থেকে ফরম সংগ্রহ করেছি। আপনারাও এই টাকা দিয়ে ফরম সরবরাহ করবেন। যথা নিয়মে আপনারা এ তথ্য পূরণ করবেন এবং বিএনপির সদস্য হয়ে আপনারা গর্বিত নাগরিক হবেন।

তিনি বলেন, বিএনপি সেই দল যার ঘোষণায় এ দেশ স্বাধীন হয়েছে। আওয়ামী লীগ এ দেশকে ধ্বংস করে দিয়েছিল। সেখান থেকে মাত্র চার বছরে জিয়াউর রহমান বাংলাদেশকে পুনর্গঠন করতে সফল হয়েছিল। তারপর দেশনেত্রী খালেদা জিয়া বাংলাদেশকে এগিয়ে নিয়েছেন। শিঘ্রই আমরা তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে পারবো বলে আশা করছি।

তিনি আরও বলেন, চারিদিকে মিডিয়া ট্রায়াল চলছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পাশাপাশি আপনাদেরও সচেতন থাকতে হবে। আজ বিএনপি যদি এক টাকার দুর্নাম করে বা কোন খারাপ কাজ করে সেটাকে একশো টাকার প্রচার করা হয়।

তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ যা যা করেছে আমরা তা তা করবো না। এতটুকু করতে পারলেই খালেদা জিয়া ও তারেক জিয়ার সুনাম রক্ষা হবে। আমরা যদি আওয়ামী লীগের মত আচরণ করি তাহলে আমরাও ছিটকে পড়বো।

তিনি বলেন, বিএনপি গত সতেরো বছরে তিলে তিলে হাসিনার বিরুদ্ধে জনমত গড়ে তুলেছে। সেখানে ছাত্র জনতার আত্মত্যাগ স্ফুলিঙ্গের মত কাজ করেছে। ছাত্র জনতার আত্মত্যাগ ইতিহাসের পাতায় লিপিবদ্ধ থাকবে। পাশাপাশি বিএনপির অবদানকেও খাটো করে দেখার কোন সুযোগ নেই। গত ষোল বছরে বিএনপির দুই হাজারের বেশি নেতাকর্মী মৃত্যুবরণ করেছে। আমরা ষাট লক্ষ নেতাকর্মী হামলা মামলায় জর্জরিত ছিলাম।

এসময় মহানগর বিএনপি নেতা শাহজাহান খন্দকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা আনোয়ার হোসেন খান, আনোয়ার মাহমুদ বকুল, মজিবুর রহমান সরকার, আক্তার হোসেন খোকন শাহ, নুরুল হক চৌধুরী দিপু, হাজী মোহাম্মদ শাহীন, মনিরুজ্জামান মনির, এন ইসলাম জানু, মহানগর কৃষক দলের সিনিয়র সহ সভাপতি নাজমুল কবির নাহিদ, দপ্তর সম্পাদক শওকত খন্দকার, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ শিব্বির, বিএনপি নেতা জৈনুদ্দিন আহমেদ বাচ্চু ব্যাপারী প্রমুখ।