
খাবার বিতরন
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে ৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ সানারপাড় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যােগে দারুল উলুম ইয়াতিম খানায় মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ সদস্য প্রার্থী মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার। এসময় তিনি বলেন আজ আমরা জুলাই আন্দোলনে আত্মত্যাগকারী আমাদের সেই সাহসী শহীদদের স্মরণ করছি, যাঁরা সমাজে ন্যায়, সমতা ও মানবিক মর্যাদার জন্য জীবন উৎসর্গ করেছেন। তিনি আরো বলেন তাঁদের রক্ত শুধু রাজপথে ঝরেনি, তা আমাদের জাতীয় চেতনায় স্থায়ীভাবে গেঁথে গেছে। তাঁরা ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক, বৈষম্যের বিরুদ্ধে এক নির্ভীক কণ্ঠ। তাঁরা দেখিয়ে দিয়েছেন—শুধু ভাষণ নয়, প্রয়োজনে জীবন দিয়েও ন্যায়ের পথ রক্ষা করতে হয়। এসময় তিনি গভীর শ্রদ্ধায় স্মরণ করেন জুলাই শহীদদের।
মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইনের সঞ্চালনায় উক্ত প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন কারা নির্যাতিত বাংলাদেশ হেফাজত ইসলামী কেন্দ্রীয় নেতা বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুফতি বশিরুল্লাহ সাহেব। মহানগরী কর্ম পরিষদ সদস্য মাওলানা বশিরুল হক ভূঁইয়া, সিদ্ধিরগঞ্জ উত্তর থানা আমির মাওলানা মোস্তফা কামাল, উত্তর থানা আমির মাহবুব আলম পশ্চিম থানা সেক্রেটারি হাবিবুর রহমান, কাজী মতিউর রহমান মাসুম সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।