রোববার, ০৬ জুলাই ২০২৫

|

আষাঢ় ২০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য উপযুক্ত নয়  : গিয়াসউদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৫৮, ৫ জুলাই ২০২৫

পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য উপযুক্ত নয়  : গিয়াসউদ্দিন

মুহাম্মদ গিয়াসউদ্দিন

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা নেই বলেই এখন কিছু দল ষড়যন্ত্র করে আনুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে।

শনিবার (৫ জুলাই) বিকেলে সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  

গিয়াসউদ্দিন বলেন, ৫ আগস্টের পর কিছু দল মনে করেছিল ক্ষমতা বুঝি হাতে চলে আসছে। সেই উন্মাদনায় তারা এমনভাবে কথা বলতে শুরু করে, যেন কালকেই তারা সরকার গঠন করবে। এখন তারা বুঝে গেছে, সাধারণ ভোটে জিততে পারবে না—এই উপলব্ধি থেকেই তারা পিআর পদ্ধতির দাবি তুলেছে।  

তিনি প্রশ্ন রেখে বলেন, এই পদ্ধতিতে যদি নির্বাচন হয়, তাহলে জনগণ যাকে চায়, তাকেই ভোট দিতে পারবে না। বরং এমনও হতে পারে, নারায়ণগঞ্জ-৪ আসনের প্রতিনিধি হবে কোনো বরিশাল, খুলনা বা চট্টগ্রামের ব্যক্তি। জনগণ তখন কাকে কাছে পাবে? কার কাছে যাবে বিচার চাইতে?

তিনি বলেন, পিআর পদ্ধতি পশ্চিমা, ইহুদি-খ্রিস্টান রাষ্ট্রে মানায়। কিন্তু বাংলাদেশে মেম্বার থেকে এমপি পর্যন্ত সবাই জনগণের সঙ্গে মিশে কাজ করে। আমাদের এখানে তা কার্যকর হবে না।

গিয়াসউদ্দিন ড. ইউনূসের প্রতি সম্মান জানিয়ে বলেন, আপনাকে আমরা সম্মানিত মানুষ হিসেবে মেনে নিয়েছি, কিন্তু জনগণের মধ্যে যদি উদ্বেগ, অনিশ্চয়তা ও অস্থিরতা বিরাজ করে, তাহলে আপনি কীভাবে দায়িত্ব পালন করবেন? মানুষের বিশ্বাস ফেরাতে দ্রুত একটি নির্বাচনের রোডম্যাপ দরকার। নাহলে সন্দেহের বীজ আপনি নিজেই উৎপাদন করবেন।

তিনি আরও বলেন, আপনি নির্বাচিত নন, কিন্তু আমরা আপনাকে সম্মান দিয়েছি। সেই সম্মান বজায় রাখতে হলে জনগণের আস্থার জায়গা ফিরিয়ে আনতে হবে। বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, আর তারেক রহমান দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। বিএনপির সদস্য হওয়া মানেই দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার সুযোগ পাওয়া।

৮ ওয়ার্ড বিএনপি’র সভাপতি ডিএইচ বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসকুল ইসলাম রাজীব, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি জিএম সাদরিল, মোস্তফা কামাল, মহানগর শ্রমিক দলের আহবায়ক এস এম আসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি রওশনালি চেয়ারম্যান, ৯ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট মাসুদুজ্জামান মন্টু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি সেলিম মাহমুদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম সম্পাদক কামরুল হাসান শরীফ, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস সিকদার, নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি টি এইচ তোফা, মহানগর যুবদলের সাবেক আহবায়ক মন্টু, সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম মেম্বার, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক , ৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা জাসাস সদস্য সচিব আকাশ প্রধান।