
ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ উদ্যোগে অনুপ্রাণিত হয়ে সন্তানের প্রথম জন্মদিনে পার্টির পরিবর্তে বৃক্ষরোপণ করে সামাজিক মাধ্যমে আলোচিত সেই পরিবেশপ্রেমী দম্পতিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।
বৃহস্পতিবার (৩ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মো. আরিফুল ইসলাম ও আসমাউল হুসনা নীরা দম্পতির কন্যা আরিবাহ ইসলামের জন্মদিন উপলক্ষে কেক কেটে তাকে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।
এ সময় তিনি শিশুটিকে উপহারস্বরূপ তার হাতে তুলে দেন একটি উপহার সামগ্রী। পাশাপাশি, দম্পতির হাতে একটি নারিকেল গাছের চারা তুলে দেন। পরে তারা জেলা পরিষদ ভবনের পাশের সড়কদ্বীপে চারাটি রোপণ করেন।
অনুষ্ঠানে শিশু আরিবাহর মা আসমাউল হুসনা নীরা বলেন, ‘সৃষ্টির প্রতি দায়বদ্ধতা এবং জেলা প্রশাসকের পরিবেশবান্ধব কর্মসূচি আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা চেয়েছিলাম আমাদের মেয়ের প্রথম জন্মদিন হোক পরিবেশের প্রতি ভালোবাসা প্রকাশের একটি ক্ষুদ্র প্রয়াস।
শিশুটির বাবা আরিফুল ইসলাম বলেন, আজকের এই স্বীকৃতি আমাদের জন্য অত্যন্ত গর্বের। জেলা প্রশাসক আমাদের ছোট্ট প্রয়াসকে যে ভালোবাসা ও সম্মান দিয়েছেন, তা আমাদের জীবনের এক বিশেষ অধ্যায় হয়ে থাকবে।
জেলা প্রশাসক বলেন, এই পরিবারটি প্রকৃতির প্রতি যে অসাধারণ ভালোবাসা দেখিয়েছেন, আমরা সবাই যেন সেটা থেকে অনুপ্রাণিত হই।
উল্লেখ্য, এর আগে গত মাসের ৩০ তারিখ নিজেদের সন্তানের জন্মদিনে কোনো আয়োজন না করে জেলা পরিষদ এলাকার সড়কদ্বীপে অর্জুন, জারুল, কামিনী, বকুল ও পলাশ গাছের চারা রোপণ করেন এই দম্পতি। তাদের এই ব্যতিক্রমী উদ্যোগ সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়ায় এবং তা জেলা প্রশাসকের দৃষ্টিগোচর হলে তিনি নিজেই তাদের আমন্ত্রণ জানান।