
ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে খাগকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম সরকারকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ২টার দিকে উপজেলার খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ লালপুরা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত ইব্রাহিম সরকার মৃত আব্দুল মান্নান সরকারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে খাগকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন বলেন, বিগত জুলাই মাসে আন্দোলনের সময় ছাত্র ও জনতার ওপর হামলার একাধিক অভিযোগ রয়েছে ইব্রাহিম সরকারের বিরুদ্ধে। তার বিরুদ্ধে আরও কোনো মামলা বা অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
গ্রেপ্তারের পর শুক্রবার (৪ জুলাই) বিকেলে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি।