
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের খাঁনপুরে ছিনতাইকারীর কবলে পড়েছেন দৈনিক নয়া দিগন্তের সোনারগাঁও সংবাদদাতা হাসান মাহমুদ রিপন।
আজ শুক্রবার ভোর ৫টার দিকে ডিসির বাংলোর সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিক জানান, চাষাড়া থেকে অটোরিকশায় সোনারগাঁওয়ে উদ্দেশ্যে নবীগঞ্জ যাচ্ছিলেন। পথে ভোর ৫টার দিকে খাঁনপুর ডিসির বাংলোর সামনে অতিক্রমকালে একটি মোটরসাইকেলে তিন ছিনতাইকারী অটোরিকশাকে গতিরোধ করে। পরে ছিনতাইকারীরা তাকে বাম হাতে ছুরিকাঘাত করে ম্যানিব্যাগ, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়। এ সময় ইটের আঘাতে অটোচালক আহত হয় এবং অন্য এক যাত্রীকে মারধর করে তার কাছ থেকেও টাকা পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে সাংবাদিক রিপনসহ আহত যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, নারায়ণগঞ্জ হাসপাতালের পেছেন রাস্তায়, ডিসির বাংলা থেকে হাজীগঞ্জ কেল্লা পর্যন্ত প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।