শনিবার, ০৫ জুলাই ২০২৫

|

আষাঢ় ১৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রাস্তা পার হতে গিয়ে কাভার্ড ভ্যান-লরির চাপায় প্রাণ গেল শিশুর

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৫৭, ৪ জুলাই ২০২৫

রাস্তা পার হতে গিয়ে কাভার্ড ভ্যান-লরির চাপায় প্রাণ গেল শিশুর

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং বিশ্বরোড পারাপারের সময় কাভার্ড ভ্যান ও তেলের লরি চাপায় আরাফাত (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আরাফাত মাদারীপুরের শিবচর উপজেলার দ্বিতা খন্ড গ্রামের মো. শাহজাহানের ছেলে। বর্তমানে নারায়ণগঞ্জের আদমজী এলাকায় ভাড়া থাকত। সে স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

নিহত শিশুর বাবা শাজাহান বলেন, ‘আমার ছেলে স্থানীয় একটি স্কুলে পঞ্চম শ্রেণিতে লেখাপড়া করত। আজ রাতের দিকে আমাদের গ্রামের বাড়ি মাদারীপুর থেকে আদমজী এলাকার চিটাগাং বিশ্বরোডে ছেলে ও মেয়েকে নিয়ে বাস থেকে নামি। এর পর রাস্তা পারাপারের সময় একটি কাভার্ড ভ্যান ও তেলের লরির মাঝে চাপা পড়ে গুরুতর আহত হয় আমার ছেলে আরাফাত। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ছেলে আর বেঁচে নেই।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে আরাফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আরাফাতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।