মঙ্গলবার, ০৭ মে ২০২৪

|

বৈশাখ ২২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ঈদ স্পেশাল: আস্ত চিকেন মোসাল্লাম রেসিপি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:২৩, ৩০ এপ্রিল ২০২২

ঈদ স্পেশাল: আস্ত চিকেন মোসাল্লাম রেসিপি

ফাইল ছবি

ঈদে প্রিয়জনদের জন্য তৈরি করুন স্পেশাল আস্ত চিকেন মোসাল্লাম।

জেনে নিন সহজে তৈরি করার রেসিপি:

উপকরণ 
এক কেজি ওজনের আস্ত মুরগি ১টি, পেঁয়াজ বাটা ১ কাপ, কাঁচা মরিচ ৫টি, রসুন বাটা ২ টেবিল চামচ, আদা বাটা ৩ টেবিল চামচ, ধনে গুঁড়া ২ চা চামচ, সয়াবিন তেল বা ঘি ১ কাপ, ঘি ৩ টেবিল চামচ, দই আধা কাপ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, কাজু ও পোস্ত বাটা ৩ টেবিল চামচ, কিশমিশ বাটা ২ টেবিল চামচ, কেওড়া পানি ১ চা চামচ, আলু সেদ্ধ ২টি, ডিম সেদ্ধ ২টি, কাজু ও পেস্তা কুচি মিলিয়ে একসঙ্গে ৩ টেবিল চামচ এবং লবণ পরিমাণমতো।

প্রণালী
১. মুরগির ভেতরটা ভালোভাবে পরিষ্কার করে নিন
২. সেদ্ধ ডিম ও আলু সামান্য লবণ দিয়ে ভেজে নিন
৩. এবার ডিম ও আলু মুরগির পেটের ভেতর ঢুকিয়ে হাত, পা ও পেট ভালো করে সেলাই করে হালকা ভেজে নিন
৪. ওই তেলে সব মসলা কষিয়ে নিন
৫. মসলা কষানো হলে মুরগি দিন। অল্প অল্প করে দই দিন। মাখা মাখা হয়ে এলে কাজু ও পেস্তা কুচি, পেঁয়াজ বেরেস্তা, কাঁচা মরিচ ও কেওড়া দিয়ে নামিয়ে নিন।  
এবার পোলাও বা পরোটার সঙ্গে সালাদসহ গরম গরম চিকেন মোসাল্লাম পরিবেশন করুন।