শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১৩ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:১১, ২৬ মার্চ ২০২৪

ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাকাতির প্রস্ততিকালে দেশীয় তৈরী ধারালো অস্ত্র সহ ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ মার্চ) ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (২৫ মার্চ) দিবাগত রাতে দিকে তাদরকে ফতুল্লার দাপা সাহারা সিটির বালুর মাঠ থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের নিকট থেকে দেশীয় তৈরী একটি রামদা, একটি কিরিচ ও দুটি ছোরা উদ্ধার করা হয়। 

তবে পুলিশে উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় ডাকাত দলের অজ্ঞাতনামা আরো ১৫-১৬ জন সদস্য।

গ্রেপ্তারকৃতরা হলো- ফতুল্লা মডেল থানার কোতালেরবাগ এলাকার ডাক্তারের বাড়ীর ভাড়াটিয়া জমিল বেপারির পুত্র লিটন(২৮), একই এলাকার শাহিনের বাড়ীর ভাড়াটিয়া নাজিম উদ্দিনের পুত্র পলাশ(২৫), তালুকদারের বাড়ীর ভাড়াটিয়া আব্দুল গনির পুত্র জাহিদুল (২৫) ও সানাউল্লাহর বাড়ীর ভাড়াটিয়া মনির(২৫)।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ১৫-২০ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে দাপা সাহারা সিটি বালুর মাঠে অবস্থান করে ডাকাতি করার পরিকল্পনা করছিলো। এমন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানা পুলিশ সাহারা সিটি মাঠে গিয়ে ডাকাত দলকে গ্রেপ্তারে অভিযান চালায়। এসময় ডাকাত দলের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ লিটন, পলাশ, জাহিদুল ও মনির নামের চার ডাকাতকে ধরতে সক্ষম হলেও অজ্ঞাতনামা আরো ১৫-১৬ জন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়। 

 এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় ডাকাতির চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছে।