
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোপালদী পৌরসভার মোল্লারচর এলাকায় রিপন টেক্সটাইল মিলে কাজ করার সময় নেট তৈরীর মেশিনের রুলারের সাথে ধাক্কা লেগে রবিউল (২৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত রবিউল ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের বিশ^াসবাড়ী এলাকার লিটনের ছেলে।
জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে নেট তৈরীর মেশিনে কাজ করার সময় মেশিনের রুলারের ধাক্কায় রবিউল গুরুতর আহত হলে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তার অবস্থা গুরুতর হওয়ায় জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ঢাকায় নেয়ার পথে রবিউলের মৃত্যু হয়।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার নিহত ব্যাক্তির মাথায় আঘাতের কারণে মৃত্যু হয়েছে।
আড়াইহাজার থানার ওসি ( তদন্ত) সাইফুদ্দিন জানান, ঘটনাটির সংবাদ শুনেছি। তবে এ বিষয়ে কেউ কোন লিখিত অভিযোগ দেয়নি।