শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১৩ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে গণপিটুনিতে তিন ডাকাত নিহত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৩১, ১৮ মার্চ ২০২৪

সোনারগাঁয়ে গণপিটুনিতে তিন ডাকাত নিহত

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসীর গণপিটুনিতে ডাকাত দলের তিন সদস্য নিহত হয়েছেন। 

রোববার (১৭ মার্চ) রাত ১টার দিকে সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের বাগরী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের সকলের নামে বিভিন্ন থানায় ডাকাতির একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন- নারায়ণগঞ্জের আড়াইহাজারের জালাকান্দী এলাকার মজিদ হোসেনের ছেলে নবী হোসেন (৩৫), আড়াইহাজারের কালাপাহাড়িয়ার ঝাউকান্দির মৃত শামসুল হকের ছেলে আব্দুর রহিম (৪৮), সোনারগাঁয়ের রাজাপুর শেখের হাটের আমানউল্লাহের ছেলে জাকির হোসেন (৩৬)।

এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন ভর্তি আছেন। তিনি হলেন আড়াইহাজারের জালাকান্দী এলাকার নুরু মিয়ার ছেলে মোহাম্মদ আলী (৩৮)

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ১টার দিকে বাগরী গ্রামের বিলের পাড়ে আট থেকে দশজনের ডাকাত দল ডাকাতির উদ্দেশে অবস্থান নিলে স্থানীয় কয়েকজন বিষয়টি টের পান। এ সময় তারা এলাকাবাসীকে খবর দিলে মসজিদের মাইকে ডাকাত বলে ঘোষণা দেওয়া হয়। এরপর এলাকাবাসী একত্রিত হয়ে ডাকাত দলের সদস্যদের ঘিরে ফেলেন এবং গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। এ সময় আরও দুইজন পালানোর চেষ্টা করলে তাদেরও পিটিয়ে আহত করেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠায়।  

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, এ ঘটনায় তিনজন নিহত হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ডাকাতদের বিরুদ্ধে ডাকাতির একাধিক মামলা রয়েছে।