শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে সরকারী কর্মচারীর উপর হামলা, থানায় জিডি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৫:০৮, ২৪ অক্টোবর ২০২১

সিদ্ধিরগঞ্জে সরকারী কর্মচারীর উপর হামলা, থানায় জিডি

মো. পারভেজ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে সৈয়দ আলী সবুজ (৪৪) নামে এক সরকারী কর্মচারীর উপর অতর্কিত হামলা চালিয়েছে একই এলাকার আব্দুর রহমানের ছেলে মো. পারভেজ (৪৬)। এ ঘটনায় ভূক্তভোগী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

শনিবার ( ২৩ অক্টোবর) দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজিমিজি আব্দুল আলী পুল এলাকায় অভিযুক্ত পারভেজের বাসায় এ ঘটনা ঘটে। পারভেজ সেভেন মার্ডারে নিহত নজরুলের বডিগার্ড ছিলেন। তার বিরুদ্ধে ইতিপূর্বে অস্ত্রসহ একাধিক মামলা ছিলো। তবে তিনি ঐ মামলায় জামিনে রয়েছেন বলে সিদ্ধিরগঞ্জ থানা সূত্রে জানা গেছে।

পুলিশ ও জিডি সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ভূক্তভোগী ওই সরকারী কর্মচারীকে অভিযুক্ত মো. পারভেজ তার বাসায় ডেকে নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় হামলায় সবুজ গুরুতর আহত হয়। 

সরকারী ওই কর্মচারী আরও জানান, পারভেজ তার মায়ের সামনেই কোন কারন ছাড়াই আমাকে মারধর শুরু করে। মারধরের পর গলা ধাক্কা দিয়ে আমাকে ঘর থেকে বের করে দেয় পারভেজ। এ ঘটনা কাউকে বললে আমাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় সে। বর্তমানে সন্ত্রাসী পারভেজের ভয়ে আতংকে দিন পার করছেন সরকারী ওই কর্মচারী।

এ বিষয়ে জানতে অভিযুক্ত পারভেজের সাথে যোগাযোগ করা হলে সব অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, সে আমার বাসায় এসেছিলো। তার সাথে আমার তর্কাতর্কি হয়েছে। আমি তাকে অপমান করে বাসা থেকে বের করে দিয়েছি। আমার বিরুদ্ধে সে মিথ্যে অভিযোগ দিয়েছে। কোন মারধরের ঘটনা ঘটেনি। 
 
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, সৈয়দ আলী সবুজ নামে এক ব্যক্তি থানায় সাধারণ ডায়েরি করেছেন। তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগেও অভিযুক্ত পারভেজের বিরুদ্ধে মারামারির সাথে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে। পারভেজ নিজেকে ছাত্রলীগের বড় নেতা দাবী করে এলাকায় পরিচয় দিয়ে থাকেন। মধ্যরাত ও গভীর রাতেও পারভেজকে তার দুই বন্ধুসহ এলাকাবাসী এলকার রাস্তাগুলোতে অহরহ ঘুরতে দেখেন।