রোববার, ০৫ মে ২০২৪

|

বৈশাখ ২১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৫

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৫৩, ২৫ এপ্রিল ২০২৪

আপডেট: ২১:৫৮, ২৫ এপ্রিল ২০২৪

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৫

ফাইল ছবি

বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৫ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্ত আসামীরা হলো বন্দর রেললাইন এলাকার মৃত আব্দুল হক মিয়ার ছেলে পুলিশ আক্রান্ত মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শরিফ ওরফে বাঘা শরিফ (৩৫) মাহামুদনগর এলাকার ইমান আলী মিয়ার ছেলে সিদ্ধিরগঞ্জ থানার নারী শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শাকিল (২৫) বন্দর থানার বেঁজেরগাও এলাকার গোলাম মোস্তফা মিয়ার ছেলে হাবিবুর রহমান (৪০) মদনপুর কলাবাড়ি ছোটবাগ এলাকার জলিল মেম্বারের ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী নাজমুল হক (৩৫) ও মালামত এলাকার মৃত সাহাবুদ্দিন মিয়ার ছেলে হাবিবুর রহমান হাবিব (৩৮)।

গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বুধবার (২৪ এপ্রিল) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।