শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কমেছে সবজির দাম

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:২৫, ১৩ জানুয়ারি ২০২৩

কমেছে সবজির দাম

ফাইল ছবি

গত এক সপ্তাহ ধরে সবজির দাম কিছুটা কমেছে। ৩০-৪০ টাকার মধ্যে মিলছে বেশিরভাগ সবজি।

শুক্রবার (১৩ জানুয়ারি) নগরের বিভিন্ন এলাকার কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

কাঁচাবাজারে টমেটো বিক্রি হচ্ছে ৪০ টাকায়, বেগুন জাতভেদে ৩০-৬০ টাকা, শসা ৫০-৬০ টাকা, বরবটি ৮০ টাকা, ঝিঙা ৫০ টাকা, তিতকরলা ৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, বাঁধাকপি ২০-৩০ টাকা,  কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকায়। এছাড়াও ফুলকপি ৩০-৪০ টাকা, শিম ৩০-৫০ টাকা, মুলা ২০-৩০ টাকা, লতি ৫০-৬০ টাকায় বিক্রি হয়। এসব সবজির দাম কেজিতে ২০-৩০ টাকা কমেছে।

ব্যবসায়ীরা জানান, বছরের শুরু থেকেই সবজির সরবরাহ বেড়েছে। সাতকানিয়া, চন্দনাইশ, দোহাজারী, যশোর, কুমিল্লা ও রাজশাহী থেকে সবজি আসছে প্রতিনিয়ত। তাই দাম কমতে শুরু করেছে।  

বাজারে সবজি কিনতে আসা আবদুর রাজ্জাক বলেন, কিছুদিন আগেও চড়া দামে বিক্রি হয়েছে সবজি। এখন স্বস্তি ফিরেছে বাজারে। প্রায় সব ধরনের সবজির দাম কমেছে।  

বাজারে দেশি রুই মাছ বিক্রি হচ্ছে ৩৬০ টাকায়। প্রতি কেজি কাতল মাছ ২০০ টাকা, জীবিত তেলাপিয়া ১৭০-২০০ টাকা, পাঙ্গাস ১৬০-১৮০ টাকায়। নাগালের মধ্যে আছে মাংস-ডিমের দাম।