শুক্রবার, ০৩ মে ২০২৪

|

বৈশাখ ১৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে তীব্র তাপপ্রবাহ, তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়াল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৩৩, ২০ এপ্রিল ২০২৪

আপডেট: ১৬:৩৫, ২০ এপ্রিল ২০২৪

নারায়ণগঞ্জে তীব্র তাপপ্রবাহ, তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়াল

প্রতীকী ছবি

তীব্র তাপদাহে পুড়ছে নারায়ণগঞ্জ। শনিবার (২০ এপ্রিল) জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৪১.১ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমের এটি সর্বোচ্চ তাপমাত্রা।

সূর্যের প্রখরতার সঙ্গে তীব্র গরম প্রাণ প্রকৃতিতে নেমে এসেছে স্থবিরতা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে আরও প্রখরতা। এতে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষরা পড়েছেন চরম বিপাকে। বাইরে নির্মাণশ্রমিক, কৃষিশ্রমিক, ভ্যান ও রিকশাচালক, ব্যাটারিচালিত ইজিবাইক চালকদের গরমে নাভিশ্বাস উঠেছে। হা-হুতাশ করতে দেখা গেছে তাদের। প্রয়োজনের তাগিদে ঘর থেকে বেরিয়েও কাজ করতে পারছেন না। ছন্দপতন ঘটছে দৈনন্দিন কাজকর্মে।

দুপুর হতে না হতেই আকাশ থেকে যেন আগুন ঝরছে। ঠাঠা রোদে তপ্ত কড়াইয়ের মতো তেঁতে উঠেছে রাস্তাঘাট।

এদিকে তীব্র গরমে নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ঘরে ঘরে জ্বর, মাথাব্যথা ও পেটের পীড়ায় ভুগছে মানুষ। বৃষ্টিহীন খুলনায় মানুষ হা-পিত্যেস করছে কয়েকদিন থেকে। বৃষ্টির জন্য চাতকের মতো আকাশপানে চেয়ে আছেন এ অঞ্চলের মানুষ।

এদিকে চলমান এই তাপপ্রবাহ সামনে আরও বেশ কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।