শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

১০টি নতুন অক্সিজেন সিলিন্ডার অনুদান পেল টিম খোরশেদ 

প্রকাশিত: ২১:০৫, ১০ আগস্ট ২০২১

আপডেট: ০৬:০০, ৩০ নভেম্বর ১৯৯৯

১০টি নতুন অক্সিজেন সিলিন্ডার অনুদান পেল টিম খোরশেদ 

ফ্রেন্ডস ফরএভার ৯৪ গার্লস নারায়ণগঞ্জ ও লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ ফ্রেন্ডসের উদ্যোগে ১০টি নতুম সিলিন্ডার আনুদান পেয়েছে টিম খোরশেদ। এ নিয়ে বর্তমানে মোট ৪০ টি সিলিন্ডার নিয়ে চলছে টিম খোরশেদের ফ্রী অক্সিজেন সার্পোট। 

সোমবার (৯ আগস্ট) টিম খোরশেদের কাছে সিলিন্ডারগুলো হস্তান্তর করা হয়। 

ফ্রেন্ডস ফরএভার ৯৪ গার্লসের উদ্যোগে টিম খোরশেদকে ৬টি অক্সিজেন সিলিন্ডার অনুদান দেয়া হয়। সংগঠনের পক্ষ থেকে  ডা.ফাতেমা সুলতানা সিলিন্ডার গুলো টিম খোরশেদ এর কাছে হস্তান্তর করেন। টিম খোরশেদ এর পক্ষে অক্সিজেন সিলিন্ডার গুলো গ্রহন করেন টিম খোরশেদ এর আফরোজা খন্দকার লুনা ও আরাফাত খান নয়ন।

একই দিন সকালে লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ ফ্রেন্ডস টিম খোরশেদের কাছে ৪ টি অক্সিজেন সিলিন্ডার ও মাস্ক হস্তান্তর করে। 

এসময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ ফ্রেন্ডস এর সভাপতি লায়ন জি, এম জাকারিয়া তুষার, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং রিজিয়ন চেয়ারপারসন (হেডকোয়ার্টার) লায়ন সুব্রত কুমার সেন, কনসার্ন রিজিয়ন পার্সন (ক্লাবস) লায়ন সঞ্জয় কান্তি সাহা, ক্লাব মেন্টর ও রিজিয়ন চেয়ারপারসন  লায়ন এডঃ নবী হোসেন, ক্লাব সচিব লায়ন আশরাফুর মিঠু, পরিচালক লায়ন রকিব উদ্দিন  আহাম্মদ এবং লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ ফ্রেন্ডস এর অন্যান্য সদস্য ও" টিম খোরশেদ" সদস্যবৃন্দ।"  টিম খোরশেদ" এর পক্ষে উপকরণগুলি বুঝে নেন আফরোজা খন্দকার লুনা, রানা মুজিব, আওলাদ হোসেন, রশিদুর রহমান রুশো প্রমুখ।

উল্লেখ্য যে গতবছর করোনার শুরু থেকেই টিম খোরশেদ করোনা আক্রান্তদের ফ্রী অক্সিজেন সার্পোট দিয়ে আসছে। বিভিন্ন ব্যাক্তি ও সংগঠনের সহায়তায় বর্তমানে ৪০টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে সেবা কার্যক্রম চালাচ্ছে টিম খোরশেদ।

নারায়ণগঞ্জ পোস্ট