শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ফুলকলি কারখানায় আগুন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৩০, ২৯ জুন ২০২২

নারায়ণগঞ্জে ফুলকলি কারখানায় আগুন

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফুলকলি নামের এতটি কারখানায় আগুনের খবর পাওয়া গেছে। সকাল ৭ টা ১০ মিনিটে ওই আগুনের সূত্রপাত ঘটে। আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার ফাইটাররা আগুন নির্বাপনের কাজ করছেন বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন। 

বুধবার (২৯ জুন) সকাল ৭টা ১০ মিনিটে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন রূপসীর বরাবো এলাকায় ফুলকলি সুইটস্ লিমিটেড নামের একটি মিষ্টান্ন তৈরীর কারখানায় আগুনের ঘটনা ঘটলে রূপগঞ্জের কাঞ্চণ ফায়ার স্টেশনের ২টি ইউনিট ও আড়াইহাজার ফায়ার স্টেশনের ১টি ইউনিট যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। প্রাথমিকভাবে আগুনের কারণ সনাক্ত করা যায়নি। তবে আগুনের ঘটনায় কোন হতাহতের খবর মিলেনি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন ঢাকা পোষ্টকে বলেন, রূপগঞ্জের বরাবো এলাকায় ফুলকলি সুইটসে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ নিশ্চত হওয়া যায়নি।  আগুনের ঘটনায় কোন হতাহতের খবর জানা যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে রয়েছে, এখন ডাম্পিং চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাতের কারণ তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো যাবে।