শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে বাস উল্টে পুলিশ কন্সেটেবলসহ আহত-১০

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:৪২, ৪ অক্টোবর ২০২২

বন্দরে বাস উল্টে পুলিশ কন্সেটেবলসহ আহত-১০

সংগৃহীত

বন্দরে বেপরোয়া গতিতে বাস চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রান হারিয়ে বাস উল্টে পুলিশ কন্সেটেবল ফারুকসহ ১০ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

আহতরা হলো হবিগঞ্জ জেলার দুলাল মিয়া (৫০) নাসিমা বেগম (৪০) রাহিমা (১৭) রাসেল (২৮) আবুল কালাম (৪০) মিজানুর রহমান (৫২)  ও মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার খোকন (৪৮) শওকত মোল্লা (৫৩) রবিন্দ্র (৫২)। স্থানীয়রা আহতদের জখম অবস্থায় উদ্ধার করে মদনপুর আল বারাকা হাসপাতালে প্রেরণ করেছে। 

সোমবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় বন্দর উপজেলার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের কেওঢালাস্থ পিপাসা ফিলিং স্টেশনের সামনে এ র্দূঘটনাটি ঘটে। র্দূঘটনার খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

কাঁচপুর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৮টার সময়  মতলব এক্সপ্রেস ঢাকা গামী ঢাকা মেট্রো জ ১৪-০১৩৯ যাত্রীবাহী বাস বেপরোয়া ভাবে চালিয়ে যাওয়ার সময় বন্দর থানাধীন কেওঢালাস্থ ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের কেওঢালা এলাকায় নিয়ন্ত্রান হারিয়ে উল্টে গিয়ে বিপরিত লেনে থাকা ঢাকা মেট্রো ল ১১-৫৫৬০ মটরসাইকেল চালক পুলিশ কন্সেটেবল ফারুককে ধাক্কা দেয়। এ ঘটনায় পুলিশ সদস্যসহ উল্লেখিত ১০ বাস যাত্রী মারাত্মক ভাবে আহত হয়। 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।