মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

লাঙ্গলবন্দ স্নান উৎসবে ১ হাত দোকানের চাঁদা ৭শ টাকা!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:১৯, ১৫ এপ্রিল ২০২৪

লাঙ্গলবন্দ স্নান উৎসবে ১ হাত দোকানের চাঁদা ৭শ টাকা!

অবৈধ দোকান

নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দে নিষেধাজ্ঞা অমান্য করে তীর্থস্থান এলাকায় মেলার নামে রাস্তার দুপাশ দখল করে বসানো হয়েছে অজস্র অবৈধ দোকানপাট।

সোমবার (১৫ এপ্রিল) সরেজমিনে দোকানদারদের সাথে আলাপকালে জানা গেছে, এক একটি দোকানে একহাত জায়গার জন্য ৭০০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। দোকানের জায়গার পরিমান ৫ হাত হলে ওই দোকানদারকে ৩৫০০ টাকা চাঁদা দিতে হচ্ছে প্রভাবশালী চাঁদাবাজদের।

প্রেমতলা থেকে লাঙ্গলবন্দ স্ট্যান্ড পযন্ত কয়েক হাজার অবৈধ দোকান বসানো হয়েছে রাস্তার দুপাশ দখল করে। এছাড়া স্নান এলাকায় খালি জায়গা গুলোতে মেলা বসানো হয়েছে। সেখান থেকেও একই হারে চাঁদা আদায় করা হচ্ছে।

জেলা ও উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভায় রাস্তার পাশে দোকানপাট বসাতে নিষেধাজ্ঞা দেওয়া হলেও প্রশাসনের সেই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধ দোকানপাট বসিয়ে চাঁদাবাজি করছে একটি চক্র।

লাঙ্গলবন্দ মহাষ্টমী স্নান উদযাপন কমিটি সরষ কুমার শাহা জানান, এবার ২০টি স্নান ঘাট পুণ্যার্থীদের জন্য সংস্কার করা হয়েছে। এবার স্নানোৎসব উপলক্ষে লোকজ মেলা বন্ধ রাখার নির্দেশনা আরোপ করলেও রাস্তার দুপাশেই বসেছে লোকজ মেলা।