বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

|

বৈশাখ ১৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে চাঁদার দাবিতে ঠিকাদারী প্রতিষ্ঠানে হামলা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:০৭, ১৮ এপ্রিল ২০২৪

আপডেট: ২৩:১০, ১৮ এপ্রিল ২০২৪

বন্দরে চাঁদার দাবিতে ঠিকাদারী প্রতিষ্ঠানে হামলা

ফাইল ছবি

বন্দরে দাবিকৃত ২ লাখ টাকা চাঁদা না পেয়ে আপন(২৬) নামে আকিজ কোম্পানীর এক ঠিকাদারের ব্যবসায়িক অফিসে হামলা ভাংচুর তান্ডব চালিয়েছেরনি,রুবেল,সোহেল,আনোয়ার,সেলিম,সম্রাট,রানা,সুজন,আফজাল,জাহাঙ্গীর,শাহনেওয়াজ ও অপুসহ ১৫/২০ জনের একটি সন্ত্রাসী দল। হামলাকারীরা ঠিকাদারী অফিসে থাকা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ প্রায় ৩লাখ টাকার আসবাবপত্র ভাংচুর করে ক্যাশবাক্সে থাকা নগদ ৬ লাখ টাকা লুটে নেয়। 

বৃহস্পতিবার (১৮ এপ্রিল)  বেলা সোয়া ২টায় বন্দরথানার দেউলি চৌড়াপাড়া এলাকাস্থ খন্দকার আমজাদ ট্রেডার্সে হামলার এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ঠিকাদারের চাচাতো বোন বিনা বেগম বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। দেউলি চৌরাপাড়ার মৃত শফিউদ্দিন মিয়ার মেয়ে মোসাম্মৎ বিনা বেগম অভিযোগে উল্লেখ করেন, তার চাচাতো ভাই আপন দীর্ঘ দিন ধরে স্থানীয় আকিজ এসোসিয়েশন উন্নয়ন কাজের ঠিকাদারীর দায়িত্ব পায়। ঠিকাদারীত্বে ব্যর্থ হয়ে ওই এলাকার জাকির মিয়ার ছেলে রনি,রানা,মতিনের ছেলে রুবেল,সোহেল,বক্তারকান্দি এলাকার মৃত সিদ্দিকের ছেলে আনার,মিছির আলীর ছেলে জাহাঙ্গীর,আফজাল,নবীগঞ্জ এলাকার মুফা মিয়ার ছেলে সেলিম,সম্রাট,উত্তর নোয়াদ্দা এলাকার সালাউদ্দিনের ছেলে অপু,আনারের ছেলে সুজন ও নবীগঞ্জ এলাকার ফকির সেক্রেটারীর ছেলে শাহনেওয়াজনহ ১৫/২০জনের একটি সংঘবদ্ধ দল বেশ কিছুদিন ধরে ঠিকাদার আপনের কাছে চাঁদা দাবি করে আসছিল। উল্লেখিতদের চাপ প্রয়োগে এক প্রকার বাধ্য হয়ে ৫০ হাজার টাকা চাঁদা দেন ঠিকাদার আপন। এর কিছুদিন না যেতেই তারা ফের ২লাখ টাকা চাঁদা দাবি করে। আপন টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে এ নিয়ে তাদের সঙ্গে আপনের কিছুটা মনোমালিন্যতা হয়। এর জের ধরে ১৮ এপ্রিল বৃহস্পতিবার বেলা সোয়া ২টায় উল্লেখিতরা দেশি-বিদেশী অস্ত্র-সস্ত্র নিয়ে আপনের ঠিকাদারী অফিসে হামলা চালায়। হামলাকারীরা অফিসে থাকা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ প্রায় ৩লাখ টাকার আসবাবপত্র ভাংচুর করে ক্যাশবাক্সে থাকা নগদ ৬ লাখ টাকা লুটে নেয়।