মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে করোনা যোদ্ধাকে নিয়ে অপপ্রচার, হত্যার চেষ্টার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৫১, ১৬ এপ্রিল ২০২৪

সোনারগাঁয়ে করোনা যোদ্ধাকে নিয়ে অপপ্রচার, হত্যার চেষ্টার অভিযোগ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক করোনা যোদ্ধাকে নিয়ে অপপ্রচার ও অস্ত্র ঠেকিয়ে ডাকাত আক্ষা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ ওঠে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে  মঙ্গলবার বিকেলে সোনারগাঁ থানা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন করোনা যোদ্ধা মো: সানাউল্লাহ বেপারী।

লিখিত বক্তব্যে সানাউল্লাহ বেপারী বলেন, তিনি সোনারগাঁ উপজেলা করোনা যোদ্ধা টিমের সভাপতি। উপজেলার বৈদ্দ্যেরবাজার ইউনিয়নের বিএনপির নেতা গাজী আওলাদ হোসেনকে তার ফুফাতো ভাইয়ের জমি ভরাটের কাজ নেয়। কিন্তু চৌদ্দ হাজার ফুট বালু ফেলে অনিয়ম করে চব্বিশ হাজার ফুট বালু ভরাটের টাকা চায়। আমি তাদের বাধা দেওয়ায় গত ৪ এপ্রিল আওলাদ হোসেন ও তার লোকজন পূর্ব পরিকল্পিতভাবে আমাকে বাড়ী থেকে ডেকে নিয়ে অপহরণ করে হত্যা চেষ্টা চালায়। পরে আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বকভাবে মিথ্যা একটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে আমার সম্মান হানি করে। তিনি এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সুষ্ঠু বিচার দাবি করেন।

তিনি আরও বলেন, বিএনপির নেতা গাজী আওলাদ হোসেনের বিরুদ্ধে চুরি, ডাকাতি, সরকার বিরোধী জ্বালাও পোড়াও মামলা সহ ১৫টি মামলা রয়েছে।

এ সময় সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, বাবুল ভূইয়া, আবু তালেব, তোফাজ্জল হোসেন, মোহাম্মদ আলী, জহিরুল ইসলাম ও আজিজুল হক।