শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

চাষাঢ়ায় শুরু হবে বঙ্গভবন গণভবনে মিছিল শেষ হবে : রবি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৫:৫২, ৪ সেপ্টেম্বর ২০২২

চাষাঢ়ায় শুরু হবে বঙ্গভবন গণভবনে মিছিল শেষ হবে : রবি

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি বলেছেন, গুলি করছেন, মারছেন আমরা কিন্তু থামবোনা। নেতার নির্দেশের অপেক্ষায় আছি। নির্দেশ পেলে মিছিল শুরু হবে নারায়ণগঞ্জের চাষাঢ়া থেকে। যাত্রাবাড়ি হয়ে বঙ্গভবন হয়ে গণভবনে হয়ে সেই মিছিল শেষ হবে। 

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে বিএনপি মহাসচিব এ দাবি জানান।

তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ আনন্দ র‍্যালি করতে যাচ্ছিলাম। আমার সামনেই পুলিশ নেতাকর্মীদের গুলি করে। প্রথমে আমাকে লাঠিচার্জ করে। এভাবে আন্দোলন থামানো যাবেনা। আমরা ভীত নই, আমরা রাজপথেই থাকবো।

গত ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে যুবদলের কর্মী শাওন প্রধানের হত্যার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের যৌথ উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ হয়। বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে অংশ নেয়। ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরি করে নেতারা বক্তব্য রাখেন।

বিএনপির মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনুর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, জয়নুল আবদিন ফারুক, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, আবদুস সালাম আজাদ, শ্যামা ওবায়েদ, কামারুজ্জামান রতন, মীর সরাফত আলী সপু, আনিসুর রহমান তালুকদার খোকন, মহানগর দক্ষিণের ইশরাক হোসেন, মহিলা দলের আফরোজা আব্বাস, যুব দলের সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, কৃষক দলের হাসান জাফির তুহিন, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান, তাঁতী দলের আবুল কালাম আজাদ, ছাত্রদলের কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি বক্তব্য রাখেন।