শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সকলে একসাথে থাকতে চাই : ভাসানী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৫:০০, ৪ অক্টোবর ২০২২

সকলে একসাথে থাকতে চাই : ভাসানী

ফাইল ছবি

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা অ্যাডভোকেট ভাসানী বলেছেন,  নারায়ণগঞ্জে বিএনপির অধপতন হতে পারে না। আমরা বিএনপির৷ কর্মী হিসেবে রাজপথে থাকতে চাই। তবে এক হাজার কর্মীর সাথে একটি লাঠি থাকতে হবে। আজ আপনারা সকলে এখানে একসাথে বসেছেন। আমরা কোন বিতর্কের কথা বলতে চাই না।

সোমবার (৩ অক্টোবর) নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পদত্যাগকারী নেতাকর্মীদের নিয়ে দলের জন্য মাঠে থাকতে ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। এসময় আগামী ৬ অক্টোবর কেন্দ্র ঘোষিত শোক র‍্যালি করার সিদ্ধান্ত নেন নেতারা।

তিনি বলেন, আমি তৈমুর ভাইকে বলেছিলাম মুকুল ভাইকে একটু চাপ দিন। নয়ত দলটা ধ্বংস হয়ে যাবে। তখন সেন্টু ভাই ফোন দিয়ে আমাকে এখানে আসতে বলল।

তিনি আরও বলেন, দুই রাস্তার লোক এখানে আসবেন না। আশা বলেছে আমার বাবা সভাপতি ছিল। ধ্বংস করেছে টিপু। আমরা সকল প্রোগ্রাম করবো। আমরাই মহানগর।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির পদত্যাগ করা ১৫ জন যুগ্ম আহবায়ক ও সদস্যসহ অন্তত ৫০ জন নেতা।