শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মোগড়াপাড়ায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:১৮, ১৫ জুন ২০২২

মোগড়াপাড়ায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোন ধরনের গোলযোগ ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

বুধবার (১৫ জুন) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এ ভোটগ্রহণ। এখন চলছে গণনা। 

এ ইউপিতে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। এর মধ্যে মূল ভোটের লড়াই হবে নৌকা প্রতীকের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সোহাগ রনি ও স্বতন্ত্র প্রার্থী আরিফ মাসুদ বাবুর। দুজনেই ইতোমধ্যে নিজ নিজ জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।

সোনারগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ উর রহমান জানান, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও সুন্দর ছিল। কোথাও কোন গোলযোগ কিংবা অভিযোগ পাইনি। ইভিএম এখানে অনেকের কাছে নতুন হওয়াতে ও অনেকের হাতের ছাপ না মেলায় কিছুটা ধীরগতি ছিল বলে শুনেছি তবে এতে কোন সমস্যা হয়নি। ইভিএমে কারচুপির কোন সুযোগ নেই।