শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জেলা পর্যায়ে সপ্তাহব্যাপী আবাসিক ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:৩৮, ১৮ ফেব্রুয়ারি ২০২২

জেলা পর্যায়ে সপ্তাহব্যাপী আবাসিক ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন

ফুটবল বাছাই প্রশিক্ষণ

ক্রীড়া পরিদপ্তর প্রণীত জেলা ক্রীড়া অফিস নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসাবে  অনূর্ধ্ব-১৫ বালকদের সপ্তাহব্যাপী ফুটবল বাছাই প্রশিক্ষণ শুরু হ‌য়ে‌ছে।

১৬ ফেব্রুয়া‌রি নারায়ণগঞ্জ ওসমানী পৌর স্টেডিয়াম মাঠে এ প্রশিক্ষ‌ণের উ‌দ্বোধন করা হয়।

জেলার প্রতি উপজেলা থেকে ৫ জন প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে মোট ২৫ জন প্রশিক্ষণার্থীকে এ প্রশিক্ষণ ক্যাম্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখান থেকে উচ্চতর প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বাছাই করে ডেভেলপমেন্ট কাপ ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহ‌ণের জন্য ঢাকায় প্রেরণ করা হবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খোরশেদ আলম নাসির ও যুগ্ম সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা নারায়ণগঞ্জ, এস এম আরিফ মিহির, সাধারণ সম্পাদক উপজেলা সংস্থা নারায়ণগঞ্জ সদর। 

প্রশিক্ষণ ক্যাম্পের সার্বিক তত্বাবধানে আছেন জেলা ক্রীড়া অফিসার মোঃ নাজিম উদ্দিন ভূঁইয়া। 

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে অতিথিবৃন্দ নানান প্রকার উপদেশ মূলক জ্ঞানগর্ব বক্তব্য প্রদান করেন। 

সপ্তাহব্যাপী এ ফুটবল বাছাই প্রশিক্ষণ ক্যাম্পে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করছেন মাহামুদ হোসেন সুজন, জেলা ফুটবল কোচ, নারায়ণগঞ্জ।