শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১৩ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শিশির ভেজা সকালের প্রকৃতিতে হেমন্তের আবহ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৫৯, ৬ অক্টোবর ২০২১

শিশির ভেজা সকালের প্রকৃতিতে হেমন্তের আবহ

শিশির ভেজা সকালের প্রকৃতি

এখন চলছে বাংলা আশ্বিন মাস যা শরতকাল। তবে এখনকার আবহাওয়াটা গরম তবে আবার রাতের শেষ প্রহরে হালকা ঠাণ্ডা বাতাস বহে। এরই মধ্যে হেমন্তকালের আবহ প্রকৃতির মাঝে বইতে শুরু করেছে। ভোর সকালে প্রতিটি গাছের পাতায় দেখা যায় শিশির বিন্দু। 

বুধবার (৬ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে ঘুরে প্রকৃতির এমন দৃশ্য দেখা যায়। যারা সকালে উঠে হাঁটতে বের হন তারা এই দৃশ্যের সাথে গত কয়েকদিন ধরেই পরিচিত। অনেকে প্রকৃতির এই দৃশ্য দেখতে সকালে বের হন যানজট আর কোলাহল মুক্ত পরিবেশ উপভোগ করতে। 

ঠিক ভোরের পর আলো ফুটতে দেখা যায়, বিভিন্ন গাছের পাতায় মুক্তন্যায় শিশির বিন্দু। প্রতিটি বিন্দুতে যখন সকালের সুর্যের আলো পড়ে তখন সেগুলো দেখতে চমৎকার দেখায়। প্রকৃতির এই অপরূপ রূপ উপভোগ করা যায় শুধু সকালে। 

সকালের শিশির বিন্দু ছেলেদের দেখিয়ে হাঁটছিলেন ফতুল্লার আল আমিন প্রধান। তিনি জানান, বর্তমানে আমাদের নতুন প্রজন্মের একটা অংশ তথ্য প্রযুক্তির ব্যবহার বাঁ অপব্যবহার করে অনেক রাত করে ঘুমানোর ফলে তারা সকালে উঠতে পারেন না। সকালের এই প্রকৃতি আমাদের জন্য খুব উপকারী। আমরা ছোটবেলা থেকে আমাদের মা বাবা মুরুব্বীদের কাছে এমনটাই শুনেছি এবং মেনেছি। এখন সন্তানদের শিখাচ্ছি। প্রকৃতির এই দৃশ্য সত্যি চমৎকার। 

তিনি বলেন, এখনো শীত আসেনি আবার দিনের বেলায় রোদের উত্তাপও থাকে। তবে ভোরের দিকে শিশির ঝরে। সকালে বাতাসেও কিছুটা হেমন্তের আবহ চলে আসতে শুরু করেছে। আর কিছুদিন পরেই হেমন্তের রূপে রাঙাবে প্রকৃতি। সকালের এই সূর্যের ভিটামিন কিংবা এই বাতাস দুটোই আমাদের শরীর ও মনের জন্য উপকারী।