শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১৩ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ক্রেতা সমাগমে ঈদের বেচাবিক্রি জমে উঠেছে না.গঞ্জের হলিডে মার্কেটে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:০৬, ২২ মার্চ ২০২৪

আপডেট: ১৮:৫২, ২২ মার্চ ২০২৪

ক্রেতা সমাগমে ঈদের বেচাবিক্রি জমে উঠেছে না.গঞ্জের হলিডে মার্কেটে

হলিডে মার্কেট

নারায়ণগঞ্জে দ্বিতীয় সপ্তাহের মত শহরের নবাব সলিমুল্লাহ সড়কে অস্থায়ী হলিডে মার্কেট বসেছে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে হলিডে মার্কেটে এসে দোকান পেতে বসেছেন হকাররা।

শুক্রবার (২২ মার্চ) বিকেলে হলিডে মার্কেট ঘুরে এ দৃশ্য দেখা গেছে। 

দুপুরের পর থেকেই সড়কে দোকান সাজিয়ে বসতে শুরু করেছেন হকাররা। চাষাঢ়া থেকে শুরু করে শহরের মেট্রোহল এালাকা পর্যন্ত সড়কে কয়েকশত অস্থায়ী দোকান নিয়ে বসেছেন হকাররা। এদের বেশিরভাগই পোষাক, জুতা ও আনুষঙ্গিক পন্যের দোকান।

এছাড়াও সড়কের দুই পাশে ফুটপাতে স্থায়ীভাবে বসছেন নির্ধারিত হকাররা। রমজানের শুরুতেই হকার ইস্যুর সমাধানে পৌঁছাতে পেরে কিছুটা সন্তুষ্ট হকাররা।

এর আগে শহরের যানজট নিয়ন্ত্রণ করতে মূল শহর থেকে হকারদের সরিয়ে চাষাঢ়া নবাব সলিমুল্লাহ সড়কের এক পাশে সপ্তাহের দুই ছুটির দিনে বসার অনুমতি দিয়েছে সিটি করপোরেশন। নতুন স্থানে বসলেও ইতিমধ্যে জমে উঠতে শুরু করেছে মার্কেটটি।