মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রমজানের পর প্রথম জুমায় মসজিদগুলোতে উপস্থিতি কম

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৩০, ১২ এপ্রিল ২০২৪

রমজানের পর প্রথম জুমায় মসজিদগুলোতে উপস্থিতি কম

ফাইল ছবি

নারায়ণগঞ্জে পবিত্র মাহে রমজানের পর ঈদের দ্বিতীয় দিন শুক্রবারে জুমার নামাজে শহরের মসজিদগুলোতে মুসুল্লিদের উপস্থিতি ছিল অনেক কম। 

শুক্রবার (১২ এপ্রিল) জুমার নামাজের সময় শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া নূর মসজিদ, মাসদাইর কবরস্থান মসজিদ, কালিরবাজারে কেন্দ্রীয় মসজিদ, ২ নং গেট রেললাইন মসজিদ ঘুরে এ চিত্র দেখা গেছে। 

সরেজমিনে শহরের নূর মসজিদে দেখা যায়, সেখানে অন্যান্য শুক্রবারে জুমার নামাজে মসজিদের তৃতীয় তলা পর্যন্ত ভরে যায় মুসুল্লিদের উপস্থিতিতে। রমজান মাসে প্রায় সব নামাজেই দ্বিতীয় তলায় সম্পূর্ণ ভরা দেখা গেছে। রমজানের জুমার নামাজগুলোতে শহরের এ মসজিদ ভরে মুসুল্লিদের সারি সড়কের একপাশে জুড়ে ছিল। রমজানের ঠিক একদিন পরে ঈদের দ্বিতীয় দিনে মসজিদের দ্বিতীয় তলা পূর্ণ হয়ে তৃতীয় তলায় দুই সারি মুসুল্লিদের উপস্থিতি ছিল। 

এখানে নিয়মিত নামাজ আদায় করা মুসুল্লি আহমেদ জানান, আমরা রমজান মাস ছাড়াও অন্যান্য শুক্রবারে মুসুল্লিদের উপস্থিতি দেখি অনেক। যেকোন শুক্রবারে তৃতীয় তলা পর্যন্ত পূর্ণ হয়ে উঠে। আজ মুসুল্লিদের উপস্থিতি অনেক কম ছিল। আবার শহরের অনেক মানুষ গ্রামের বাড়িতে গেছে এটিও একটি কারণ হতে পারে। এটি যেহেতু শহরের প্রাণকেন্দ্র দোকানগুলোও বন্ধ তাই মানুষের এদিকে আনাগোনা কম থাকায় মানুষ আরো কম হয়েছে। পরবর্তী শুক্রবার থেকে আবার পুরনো চিত্র দেখা যাবে মসজিদে।