মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে আজও ফিরছে মানুষ, টার্মিনাল ঘাটে ভিড়

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৪:৩৩, ১৬ এপ্রিল ২০২৪

না.গঞ্জে আজও ফিরছে মানুষ, টার্মিনাল ঘাটে ভিড়

নারায়ণগঞ্জের সদর টার্মিনাল ঘাট

নারায়ণগঞ্জে ঈদ উল ফিতরের ছুটি শেষ হবার পর দ্বিতীয় কর্মদিবসেও শহরমুখী মানুষের ঢল দেখা গেছে। ঈদের পঞ্চম দিনে শহরের লঞ্চঘাট ও টার্মিনাল ঘাটে মানুষের ব্যাপক ভিড় দেখা গেছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) নারায়ণগঞ্জের সদর টার্মিনাল ঘাট ঘুরে এ দৃশ্য দেখা গেছে। একই সময়ে ফতুল্লা লঞ্চঘাটেও ব্যাপক ভিড় ছিল নারায়ণগঞ্জমুখী মানুষের।

ঈদের ছুটির পর সোমবার (১৫ এপ্রিল) থেকে গার্মেন্টস, কারখানা ও অফিসগুলো খুলে যাওয়ায় নারায়ণগঞ্জে ফিরতে শুরু করেছে মানুষ।

সকাল থেকেই ঘাটে একের পর এক যাত্রী বোঝাই লঞ্চ ভিড়তে দেখা গেছে। নারায়ণগঞ্জ মুখী লঞ্চগুলোতে যাত্রীদের ব্যাপক চাপ থাকলেও নারায়ণগঞ্জ ছেড়ে যাওয়া লঞ্চ গুলোতে ছিলনা যাত্রীদের চাপ।

চাঁদপুর থেকে ঈদের ছুটি কাটিয়ে নারায়ণগঞ্জে ফেরা ফাহিম জানান, ঈদের ছুটি শেষ। গার্মেন্টস খুলে গেছে। আগামীকাল থেকেই অফিস খোলা। তাই কাজে যোগ দিতে ফিরে এসেছি শহরে।

নারায়ণগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এখনো কর্মস্থলে ফিরছে মানুষ। নারায়ণগঞ্জমুখী নৌযানগুলোতে যাত্রীদের চাপ থাকলেও এখন পর্যন্ত কোন ধরনের অভিযোগ পাইনি।

যাত্রীকল্যাণ সমিতির তথ্য বলছে, ঈদকে কেন্দ্র করে বিভিন্ন জেলা থেকে নারায়ণগঞ্জে বসবাসকারী ১২ লাখ মানুষ জেলা ত্যাগ করেছিল। ঈদের আগে ছুটি পাওয়া সাপেক্ষে নারায়ণগঞ্জের সড়ক পথে, নৌ পথে, বিভিন্ন ব্যক্তিগত যানবাহনে করে তারা জেলা ত্যাগ করেছেন।