সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১৪ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আসছে ঘূর্ণিঝড় অশনি!

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:০৪, ৮ মে ২০২২

আসছে ঘূর্ণিঝড় অশনি!

প্রতীকী ছবি

বঙ্গোপসাগরের লঘুচাপটি শক্তি সঞ্চয় করতে করতে অবশেষে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। শ্রীলংকার দেওয়া সামুদ্রিক এ ঝড়টির নাম অশনি।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন- দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় অশনিতে (ASANI) পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছিল। এটি আজ সকাল ৬টায় (৮ মে) চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১২৫৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১১৭৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১২৫০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১২০৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।