শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১৩ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় স্পিনিং মিলের নারী শ্রমিককে গণধর্ষণ, গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:১০, ২৬ মার্চ ২০২৪

ফতুল্লায় স্পিনিং মিলের নারী শ্রমিককে গণধর্ষণ, গ্রেপ্তার ২

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা এলাকায় ১০দিন পূর্বে একটি স্পিনিং মিলের এক নারী কর্মীকে গণধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। 

মঙ্গলবার (২৬ মার্চ) এ মামলা দায়েরের পর পুলিশ তাৎক্ষনিক অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো- সিদ্ধিরগঞ্জের ঢাকাশ্বরী বার্মশীল এলাকার বাবুলের বাড়ির ভাড়াটিয়া নূর হোসেন মানিক (১৮) ও ফতুল্লার কুতুবআইল কাঠেরপুল এলাকার আব্দুর রহিমের বাড়ির ভাড়াটিয়া ফারুক (২৩)।

এ বিষয়ে ওই নারীর বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকররা (ওসি) নূরে আজম জানান, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় একটি স্পিনিং মিলে ৩৪ বছর বয়সী ওই নারী শ্রমিক কাজ করেন এবং সিদ্ধিরগঞ্জেই একটি বাড়িতে ভাড়া থাকেন। গ্রেপ্তারতারকৃতদের মধ্যে একজন ওই নারীর পাশের কক্ষে ভাড়া থাকেন। এতে তাদের মধ্যে পরিচয় হয়। সেই পরিচয়ে গত ১৬ মার্চ রাতে কারখানার ছুটির পর বাসায় আসার জন্য যখন সড়কে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তখন পাশের কক্ষের ভাড়াটিয়া যুবক গিয়ে তাকে বাড়ি পৌছে দেয়ার কথা বলে ইজিবাইকে উঠিয়ে ফতুল্লার দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনী এলাকায় নিয়ে আসেন। এরপর এখানে একটি পরিত্যক্ত বাড়িতে রাত ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দুই যুবক নারীকে পর্যায়ক্রমে গণধর্ষণ করেন। এ ঘটনায় ওই নারী অসুস্থ হয়ে পড়লে সে তাৎক্ষনিক বিষয়টি থানায় অভিযোগ করতে পারেননি।