বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

|

কার্তিক ৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:০৪, ১৩ জুন ২০২৪

নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

ফাইল ছবি

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লার ক্রোনী গ্রুপের আওতাধীন ক্রোনী অ্যাপারেলসের শ্রমিকরা ঢাকা-মুন্সিগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন৷ বৃহস্পতিবার (১৩ জুন) বিকাল তিনটার দিকে তারা দাবি আদায়ে সড়কে নেমে আসেন৷ এতে গুরুত্বপূর্ণ সড়কটিকে দীর্ঘ যানজট দেখা দেয়। এর আগে সকাল থেকে কর্মবিরতি দিয়ে কাশীপুর ইউনিয়নের হাটখোলা এলাকায় অবস্থিত কারখানাটির ভেতরে বিক্ষোভ করছিলেন৷ 

গত বছরের নভেম্বর মাস থেকে কারখানার মালিক বেতন পরিশোধ নিয়ে গড়িমসি করছেন বলে অভিযোগ শ্রমিকদের। প্রত্যেক শ্রমিক ও কর্মীর কমপক্ষে দুই থেকে ছয় মাসের বেতন বকেয়া রয়েছে বলেও জানান তারা। ঈদুল আজহার বোনাসও এখনো পরিশোধ করা হয়নি বলে জানা যায়। 

প্রতিষ্ঠানটির শ্রমিক ইলিয়াস বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রম দিই, কোনো কোনো সময় মধ্যরাত পর্যন্ত ওভারটাইম করি বাড়তি কয়টা টাকার জন্য। কিন্তু প্রতি মাসেই বেতনের জন্য রাস্তায় নামতে হয়। দোকানদার এখন আর বাকি দিতে চায় না, বাড়িওয়ালা খারাপ ব্যবহার করে। এইভাবে চললে আমরা বাঁচবো কীভাবে!' 

শ্রমিক নাসিমা বলেন, মেয়েটারে ফালায়া ওর বাপে চইলা গেছে। এখন মেয়েটার বয়স চার বছর। গত ঈদে মেয়েটা লাল জামার আবদার করছিলো, সময়মতো বেতন- বোনাস না পাওয়ায় দিতে পারি নাই। এইবারও মনে হয় দিতে পারুম না। ঠিকমতো চলতেই তো পারি না, মেয়ের শখ পূরণ করুম কীভাবে! 

অন্যদিকে ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলে অবস্থিত ক্রোনী গ্রুপের আরেকটি পোশাক কারখানা অবন্তী কালার টেক্স লিমিটেডের শ্রমিকরাও বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন বলে জানান শিল্প পুলিশ-৪ নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান৷

তিনি বলেন, ‘দু’টি কারখানায় অন্তত ১৩ হাজার শ্রমিক ও কর্মী রয়েছেন৷ তারা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন৷ হাটখোলা এলাকার কারখানাটির সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা৷ মালিকপক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়াতে শ্রমিকরা কাজে ফিরে যাচ্ছেন না৷’

গতরাত থেকে কারখানা দু’টির সামনে পুলিশ মোতায়েন রয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, ‘পরিস্থিতি যেকোনো সময় উত্তপ্ত হতে পারে৷’

তবে সন্ধ্যা ছয়টার দিকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বেতন পাওয়া শুরু করলে শ্রমিকরা সড়ক ছেড়ে দেন বলে জানান শিল্প পুলিশ-৪ এর জালকুড়ি পুলিশ লাইনসের ইনচার্জ পরিদর্শক নাজির আলম৷

এদিকে, অবরোধে যানজটে ভোগান্তিতে পড়েছেন ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে চলাচল করা যাত্রী ও পরিবহন চালকরা৷ অনেক যাত্রীকে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে৷

শ্রমিকদের নিয়মিত বেতন পরিশোধ না করায় গত ২৭ মে ক্রোনী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এএইচ আসলাম সানির বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ করে শ্রম মন্ত্রণালয়৷

যোগাযোগ করা হলে আসলাম সানি বলেন, ‘আমি নিজেও চাই ঈদের আগেই শ্রমিকদের বেতন পরিশোধ করতে৷ অর্থনৈতিক সংকটের কারণে বেতন দিতে কিছুটা দেরি হয়েছে৷ আমি নির্দেশনা দিয়েছি, আজকেই তাদের বেতন দেওয়া হবে৷ সবার বেতন নিজ নিজ মোবাইল ব্যাংকিং একাউন্টে পৌঁছে যাবে৷'