শনিবার, ০৫ জুলাই ২০২৫

|

আষাঢ় ১৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় আহত ১

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৫৫, ৪ জুলাই ২০২৫

সোনারগাঁয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় আহত ১

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-মুখপাত্র সাব্বির আল রাজ-এর উপর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বর্বর ও পরিকল্পিত হামলা চালিয়েছে। ২৯ জুন রোববার রাত ৮টার দিকে মোগরাপাড়া চৌরাস্তা রয়েল হাসপাতালের সংলগ্ন এ ঘটনা ঘটে।

জানা যায়, সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-মুখপাত্র সাব্বির আল রাজ নারায়ণগঞ্জের তোলারাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বিগত জুলাই-আগস্টের আন্দোলনে বিভিন্ন মিটিং-মিছিলে অগ্রণী ভূমিকা পালন করতো সাব্বির আল রাজ। বিভিন্ন সময়ে আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতো। সেই থেকে সাব্বির আল রাজ ছাত্রলীগের টার্গেটে পরিণত হয়। পূর্বপরিকল্পনা মাফিক আজ রবিবার ছাত্রলীগ কর্মী জুনায়েদ প্রধান মোল্লার নেতৃত্বে একদল সন্ত্রাসী সাব্বিরের উপর অতর্কিত হামলা চালায়।তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে আহত করে ফেলে রাখা হয়।

সোনারগাঁ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে, “আমরা কারও রক্ত বিনা বিচারে মাটিতে মিশতে দেবো না। হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও সাব্বিরের পরিবারকে নিরাপত্তা দিতে হবে। অন্যথায় আমরা রাজপথে নামবো।” এ রিপোর্ট লেখা পর্যন্ত সোনারগাঁও থানায় মামলার প্রস্তুতি চলছে।