রোববার, ০৬ জুলাই ২০২৫

|

আষাঢ় ২০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে ৭ম শ্রেণির ছাত্রী ধর্ষিত, ধর্ষক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৩০, ৫ জুলাই ২০২৫

আড়াইহাজারে ৭ম শ্রেণির ছাত্রী ধর্ষিত, ধর্ষক গ্রেফতার

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জর আড়াইহাজার গেপালদী পৌরসভার কলাগাছিয়া গ্রামের কলাগাছিয়া আর এফ উচ বিদ্যালয়র ৭ম শ্রণীর ছাত্রী ধর্ষণর শিকার হয়ছে। এ ব্যাপারে ধর্ষিতার মা বাদী হয় আড়াইহাজার থানায় একটি মামলা দায়র করল পুলিশ ধর্ষক উপজেলার পাঁচরুখী মাইজপাড়া এলাকার জাকিরের পুত্র নাহিদকে (২২) গ্রেফতার করছে।

মামলার এজাহার থেকে জানা যায় যে, ২২ জুন ধর্ষিতার মামা শরীফের শ্বশুরবাড়ী পাঁচরুখী মাইজপাড়া এলাকায় বেড়াতে যায়। সেখানে ২/৩ দিন থাকার পর ২৫ জুন রাত ধর্ষিতা তার মামার শ্যালিকা নাদিয়ার সাথে একটি কক্ষে ঘুমায়। রাত অনুমান দেড়টার দিকে ধর্ষিতা শৌচাগার যাওয়ার সময় তার মামার শ্যালক নাহিদ তাকে ঝাপটে ধরে তার কক্ষে নিয় গিয়া জোরপূর্বক ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না বলার জন্য চাপ প্রয়াগ করে। পরে ধর্ষিতা ঘটনাটি তার মাকে খুলে বললে ধর্ষিতার মা থানায় মামলা করেন। 

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন জানান, মামলা গ্রহণের পর পরই অভিযুক্তকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়ছে।