মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নিষেধ অমান্য করে তীর্থস্থানে রাস্তা দখল করে দোকান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৫৭, ১৫ এপ্রিল ২০২৪

নিষেধ অমান্য করে তীর্থস্থানে রাস্তা দখল করে দোকান

রাস্তা দখল করে দোকান

মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব এলাকায় রাস্তার দুইপাশ দখল করে কোন দোকানপাট অথবা মেলা বসানোর ব্যাপারে নিষেধাজ্ঞা হলেও তা মানা হচ্ছে না।  জেলা ও উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভায় মেলা বসানোর ব্যাপারে নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান সহ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক রাস্তার দুই পাশে দোকানপাট বসানোর ব্যাপারে আপত্তি জানিয়েছিলেন। 

উৎসবে আগত পূর্ণার্থীদের যাতায়াতের সুবিধার কথা চিন্তা করেই এসব দোকানপাট বসানোর ব্যাপারে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছিলো।
তবে এমপি সেলিম ওসমানের এমন নিষেধাজ্ঞাকে অমান্য করেই বসানো হচ্ছে দোকানপাট।

দোকানদারদের সাথে কথা বলে জানা গেছে, স্থানীয়দের সাথে কথা দিন প্রতি নিদিষ্ট পরিমান টাকা দিয়েই এসব দোকানপাট বসানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মুছাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার মনোয়ার হোসেনের নেতৃত্বে তার অনুসারীরাই এসব দোকানপাট বসানোর ব্যবস্থা করে দিয়েছেন।

তবে এসব দোকানপাট উচ্ছেদের ব্যাপারে পুলিশের কোন জোরালো ভূমিকা লক্ষ্য করা যায়নি।