মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

পূণ্যার্থীতে পূর্ণ লাঙ্গলবন্দ, ২০ লাখ পূণ্যার্থী সমাগমের প্রত্যাশা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:১৮, ১৫ এপ্রিল ২০২৪

পূণ্যার্থীতে পূর্ণ লাঙ্গলবন্দ, ২০ লাখ পূণ্যার্থী সমাগমের প্রত্যাশা

লাঙ্গলবন্দ

নারায়ণগঞ্জের বন্দরে বিকেল চারটার পর থেকে শুরু হওয়ার কথা থাকলেও ইতোমধ্যে লাঙ্গলবন্দ এলাকায় দেশের দূরদূরান্ত থেকে পূণ্যার্থীরা ভিড় করতে শুরু করেছে।

সোমবার (১৫ এপ্রিল) দুপুরের মধ্যে পূণ্যার্থী দের সেবা দেওয়ার উদ্দেশ্যে নির্মিত সেবা ক্যাম্পগুলো পূণ্যার্থীদের দিয়ে পরিপূর্ন হয়ে গেছে।

সেবা ক্যাম্পগুলো থেকে পূণ্যার্থীদের জন্য,বিশুদ্ধ খাবার পানি, শিশুদের জন্য দুধ, সহ রান্না করা খাবার বিতরনের ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে স্নান উদযাপন পরিষদের পক্ষ থেকে সেবা ক্যাম্পগুলোতে সরকারী বরাদ্দের চাল পৌছে দেওয়া হয়েছে।

পূণ্যার্থীদের সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষনে বসানো হয়েছে সিসি টিভি ক্যাম্প, স্বাস্থ্য সেবায় বসানো হয়েছে মেডিকেল ক্যাম্প, অগ্নিঝুঁকি মোকাবেলায় প্রস্তুত রয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন জানান, ইতোমধ্যেই স্নান এলাকা পূণ্যার্থীতে পরিপূর্ন হয়ে গেছে। বিকেল ৪ টা থেকে তিথি শুরু হবে। ধারনা করা হচ্ছে এ বছর দেশ ও দেশের বাইরে থেকে আনুমানিক ১৫ থেকে ২০ লাখ পূণ্যার্থীর সমাগম ঘটবে।