মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মদনপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৫৩, ১৬ এপ্রিল ২০২৪

মদনপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দরের মদনপুরে ট্রাকের ধাক্কায় আবু কালাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে ইস্পাহানি বাজার এলাকায় এই ঘটনা ঘটে। আবু কালামকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় তাঁর দুই খালাতো ভাই শাওন ও দুইখ্যা গুরুতর আহত হয়েছেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানিয়েছেন, আহত দুই ব্যক্তির অবস্থাও গুরুতর৷ 

আবু কালাম নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সম্মানদি গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তিনি তার দুই খালাতো ভাইকে নিয়ে অটোরিকশায় করে ঘুরতে বের হয়েছিলেন।

নিহতের খালা তাসলিমা বেগম বলেন, ‘আবু কালাম পেশায় রাজমিস্ত্রী। ঈদ উপলক্ষে গতকাল আমার বাড়িতে বেড়াতে এসেছিলেম। আজ দুপুরে খাওয়া-দাওয়া করে আমার অন্য দুই বোনের ছেলে শাওন ও দুইখ্যার সঙ্গে বেড়াতে বের হয়। এরপরই খবর পাই বালুভর্তি একটি ট্রাক না কি ওদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে আমার দুই বোনের তিন ছেলে গুরুতর আহত হয়।’ 

তাসলিমা আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে তাদের তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক জানান আমার ভাগ্নে আবুল কালাম আর বেঁচে নেই। ভাইরে আমি এখন ওর মায়েরে কী জানামু, কী কমু, ওতো আমার বাড়িতে বেড়াতে আইছিল। এখন আমি কি জবাব দিমু ওর মায়েরে।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘নারায়ণগঞ্জ থেকে গুরুতর আহত অবস্থায় তিন যুবককে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। নিহত ব্যক্তির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’