রোববার, ১৬ জুন ২০২৪

|

আষাঢ় ১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৭

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:১৭, ২২ মে ২০২৪

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৭

প্রতীকী ছবি

বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৭ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ফুলহর এলাকার আব্দুল সালাম মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শাওন (২৫) একই থানার লক্ষনখোলা এলাকার ফুলচাঁন মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সালাউদ্দিন (৪২) হালুয়াপাড়া এলাকার আবুল হোসন মিয়ার ২ ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী  নবীর হোসেন (৪৬) ও আব্দুল বাসেদ (৪৮) মালিবাগ এলাকার মোস্তফা মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী অন্তর (২৮) জাঙ্গাল এলাকার গিয়াসউদ্দিন চৌধুরী মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জালার বেপারী (৪৮) ও চর ঘারমোড়া এলাকার মৃত অখিল উদ্দিন মিয়ার ছেলে পল্লী বিদ্যুৎ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী এমরান ওরফে আদিল (৪৫)। ধৃতদের বুধবার (২২মে) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে। 

এর আগে গত মঙ্গলবার (২১ মে) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।