শনিবার, ২৭ জুলাই ২০২৪

|

শ্রাবণ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

চলছে সোনারগাঁ উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:২৪, ২১ মে ২০২৪

চলছে সোনারগাঁ উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও বেলা এগারোটা পর্যন্ত উপজেলার ভোটকেন্দ্র গুলোতে ঘুরে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে।

মঙ্গলবার (২১ মে) সকালে সোনারগাঁ উপজেলার বেশ কয়েকটি কেন্দ্রে ঘুরে এ দৃশ্য দেখা গেছে।

নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী দুই চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সদস্য মাহফুজুর রহমান কালাম (ঘোড়া), উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সদস্য বাবুল ওমর বাবু (আনারস)।

নির্বাচনে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্বিতা করছেন। যারা সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মি। সোনারগাঁও উপজেলা নির্বাচনে ১০ ইউনিয়ন ও ১টি পৌরসভা রয়েছে। মোট ভোটার সংখ্যা ৩,৫০,৬৬৮ জন তার মধ্যে পুরুষ ভোটার ১,৮১,৪১৪ এবং মহিলা ভোটার ১,৬৯,২৫৪।এ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৪২টি। মোট ভোট কক্ষের সংখ্যা ৯৬২।