মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

|

কার্তিক ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে বোমা হামলার ২৩ বছর

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৪৩, ১৬ জুন ২০২৪

নারায়ণগঞ্জে বোমা হামলার ২৩ বছর

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে ২০ খুনের ২৩ বছর আজ। ২০০১ সালের এই দিনে চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসে বোমা হামলায় প্রাণ হারান ২০ জন নেতাকর্মী। ঘটনার দীর্ঘ ২৩ বছর পেরিয়ে গেলেও বিচার পাননি স্বজনরা। প্রায় ১০ বছর আগে তদন্ত সংস্থা মামলাটির চার্জশিট প্রদান করে।

বিচারকার্য চলছে ধীর গতিতে। বিচারকাজ শেষ না হওয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন নিহতদের স্বজনরা। তাঁরা বেঁচে থাকতে এই ঘটনার কারণ জানাসহ দোষীদের বিচার দেখে যেতে চান। দিবসটি পালনে নানা কর্মসূচির আয়োজন করেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

২০০১ সালের ১৬ জুন রাত পৌনে ৯টায় চাষাঢ়ায় অবস্থিত আওয়ামী লীগ অফিসে বর্বরোচিত এই বোমা হামলা চালানো হয়েছিল। বোমা হামলায় নিহত হয়েছিলেন ছাত্রলীগ নেতা সাঈদুল হাসান বাপ্পি ও অজ্ঞাতপরিচয় নারীসহ ২০ জন। তৎকালীন সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানসহ আহত হন অর্ধশত। অনেকেই পঙ্গুত্ব বরণ করেন।

বোমা হামলায় নিহত সরকারি তোলারাম কলেজের সাবেক জিএস আক্তার হোসেনের স্ত্রী সাহানাজ আক্তার বলেন, ‘স্বামী হত্যাকারীদের বিচার তো পাইইনি, সেই সঙ্গে আমাদের অবস্থারও কেউ কোনো খবর রাখেনি।’

আরো পড়ুন