
ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদ প্রায় ৭ মাস পর জামিনে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান।
এর আগে ৬ নভেম্বর তাকে পেট্রোল বোমা, অস্ত্র ও ককটেলসহ গ্রেপ্তার দেখিয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ।
তার বিরুদ্ধে ২৮ অক্টোবর থেকে বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগ আনা হয়েছিল। এসম মামলায় প্রায় ৭ মাস কারাভোগ করেন সুলতান। উচ্চ আদালতের জামিন লাভের পর ১৩ জুন সন্ধ্যায় মুক্তি পান তিনি।