রোববার, ০৪ মে ২০২৫

|

বৈশাখ ২০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে কিশোর ইয়াসিনকে হত্যা: গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:১৬, ৪ মে ২০২৫

নারায়ণগঞ্জে কিশোর ইয়াসিনকে হত্যা: গ্রেফতার ২

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডের লাকিবাজার এলাকায় ছুরিকাঘাতে কিশোর ইয়াসিনকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় দুইজন কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলো, জামালপুরের ইসলামপুর থানাধীন বাইনাবাড়ি গ্রামের মোল্লার ছেলে আব্দুল (১৬) ও গোপালগঞ্জের কোটালিপাড়ার লতিফের ছেলে ওসমান (১৬)। 

রোববার সকালে দুইজনকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ। এদিন দুপুরে নিহত ইয়াসিনের বাবা শহিদুল বাদি হয়ে গ্রেফতারকৃতদের নামে হত্যা মামলাটি দায়ের করেন।

এর আগে শনিবার রাতে সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর লাকি বাজার এলাকায় ক্যানেলপাড় সড়কে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দুই গ্রুপ দ্বন্দ্বে জড়ায়। এসময় ইয়াসিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় অন্য কিশোররা। খবর পেয়ে স্বজনরা আহত ইয়াসিনকে উদ্ধার করে শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার রাতেই রমজান ও নিহত ইয়াসিনের বন্ধু সানিসহ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। 

নিহত ইয়াসিন ময়মনসিংহের নান্দাইল থানাধীন বরুয়া গ্রামের শহিদুলের ছেলে। সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর এলাকায় মৃত আশোক আলী মাস্তানের বাড়িতে পরিবারের সাথে ভাড়া থাকতো সে। নিহত ইয়াসিন কিছুদিন ধরে একজন রাজমিস্ত্রির সঙ্গে যোগালির কাজ করছিল।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুর আলম জানান, শনিবার রাতে একদল কিশোরের সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে নিহত হয় অপর কিশোর ইয়াসিন। এ ঘটনায় আমরা দুজনকে গ্রেফতার করেছি। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে দুই জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।