
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কৃষি উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে উত্তম কৃষি চর্চা নিশ্চিত করতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে দিনব্যপী উপজেলা পরিষদ মিলনায়তনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।
বিভিন্ন পর্যায়ের কৃষক ও সকল পেশাজীবীদের অংশগ্রহণে পার্টনার কংগ্রেসে কৃষি অফিসার আবু সাঈদ তারেকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোসা. সেলিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমাদের দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে, এখন প্রয়োজন নিরাপদ খাদ্য উৎপাদন। মেধাবী জাতি গঠনে উৎপাদিত খাদ্যের পুষ্টিমান অক্ষুন্ন রাখা এবং বাণিজ্যিক করণের মাধ্যমে আমরা বাজারজাতকরণের সম্ভাবনাকে ব্যবহার করার চেষ্টা করছি। এই লক্ষ্যে কৃষাণ-কৃষাণী পর্যায়ে দল গঠন করে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে সংগঠিত করা হচ্ছে।
এসময় অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা আক্তার, অতিরিক্ত কৃষি অফিসার মাসুদ রানা, কৃষি সম্প্রসারণ অফিসার ফরহাদ জামান, খাদ্য নিয়ন্ত্রক অফিসার আনোয়ার পারভেজ, সমবায় পরিদর্শক নাসির উদ্দিন, জেসমিন আক্তারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।