
ফাইল ছবি
নারায়ণগঞ্জে ফতুল্লা থানার মাসদাইর এলাকায় অবৈধভাবে জায়গা দখল করে সড়কে ইট বালুর ব্যাবসা করর অভিযোগে জেলা প্রশাসনের অভিযানে প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগ উঠেছে।
ফতুল্লার মাসদাইরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কেন্দ্রীয় কবরস্থানের সামনে ও বিজয় স্তম্ভের সামনে সরকারি জায়গা দখল করে ইট ও বালুর ব্যাবসা করে আসছিল বেশ কয়েকজন ব্যাবসায়ী। দোকানের সীমানার বাইরেও রাস্তার জায়গা দখল করে ও বিজয় স্তম্ভের সামনে বালু ও ইট মজুদ করার অপরাধে জেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।
এদিকে অভিযান চলাকালীন সময়ে ঘটনাস্থলে আসেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির পিতা মেস্তফা কন্ট্রাক্টর। এসময় জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাববর হোসেনকে উদ্দেশ্য করে মোস্তফা কনস্ট্রাক্টর বলেন, আমি রনির বাবা মোস্তফা কনস্ট্রাক্টর। তখন কোন রনি জানতে চাইলে তিনি বলেন, আমি জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির বাবা।
এসময় অভিযান বন্ধের জন্য চাপ সৃষ্টি করতে চাইলেও দায়িত্বরত ম্যাজিস্ট্রেট উচ্ছেদ অভিযান চালিয়ে যান। এসময় দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জায়গা দখল করে রাখা ইট, বালু, পাথর ও অবৈধভাবে রাখা নির্মাণ সামগ্রীও জব্দ করা হয়েছে।