
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছিনতাই ও মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ মাছুম ইসলাম।
বুধবার (১৪ মে) রাতে রূপগঞ্জের ভুলতা তাঁতবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মামলায় অভিযুক্তরা হলেন- তারেক ভুইয়া (৩৫) ও সিফাত (২৭)।
জানা যায়, রাতে জিম থেকে ফেরার পথে রাস্তায় আটকে মারধর করে আনুমানিক ৮০ হাজার টাকা মূল্যের আংটি ও নগদ ১২ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় আসামিরা।
এবিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোখলেসুর রহমান জানান, অভিযোগ পেয়েছি, দ্রুত ব্যবস্থা নেয়া হবে।