
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে অভিযান
নারায়ণগঞ্জে ঈদ উল আযহা উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
বুধবার (২১ মে) শহরের খানপুর ও দুই নং রেলগেট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মোঃ নাজমুল হুদা।
এসময় ভোক্তা অধিকার আইনে একটি মিষ্টির দেকানে অভিযান চালিয়ে দশ হাজার টাকা জরিমানা করা হয়।